Ajker Patrika

ভিক্ষা করেই দুই ফ্ল্যাটের মালিক, আয় লক্ষাধিক টাকা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৪
ভিক্ষা করেই দুই ফ্ল্যাটের মালিক, আয় লক্ষাধিক টাকা

ভিক্ষা করেই হয়েছেন দুই ফ্ল্যাটের মালিক। প্রতি মাসে তাঁর আয় লক্ষাধিক টাকা। বলা হচ্ছিল, ভারতের সবচেয়ে সম্পদশালী ভিক্ষুক ভারত জৈনের কথা।

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভারত জৈন সাধারণত মুম্বাইয়ের পারেল এলাকায় কাজ করেন। তাঁর পেশা ভিক্ষাবৃত্তি হলেও ৪৯ বছর বয়সী এই ব্যক্তির মাসিক আয় প্রায় ৮৭ হাজার রুপি বা এক লাখ টাকা। এ ছাড়া, তিনি দুটি অ্যাপার্টমেন্টের মালিক। যার একটির দাম ৮০ লাখ রুপি ও অপরটির দাম ৯২ লাখ টাকা।

তবে ভারত জৈনের উপার্জনের পুরোটাই যে ভিক্ষাবৃত্তি থেকে আসে তা নয়। তিনি একটি দোকানেরও মালিক। তবে সেই দোকান নিজে চালান না, ভাড়া দেন। ভাড়া বাবদ মাসে সাড়ে ১১ হাজার রুপি করে আয় হয় তাঁর। 

শুধু ভারতই নন, ধনী ভিক্ষুকের তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। ৫০ বছরের বেশি সময় ধরে ভিক্ষা করা লক্ষ্মীর বর্তমানে মাসিক আয় ৩০ হাজার টাকা। জানা গেছে, ব্যাংকেও বিপুল টাকা জমা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত