অনলাইন ডেস্ক
সংশোধিত ওয়াক্ফ আইন সংশোধনীর বিরুদ্ধে চলমান সহিংস বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তিনজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় এই সহিংসতা শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, সংশোধিত ওয়াক্ফ আইন তাঁর রাজ্যে কার্যকর করা হবে না। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে মমতা বলেন, ‘এই আইন কেন্দ্র তৈরি করেছে। আপনারা কোনো কারণে এর বিরোধিতা করলে, কেন্দ্রের কাছেই এর উত্তর চাওয়া উচিত। আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে কার্যকর করা হবে না।’
মুখ্যমন্ত্রীর এই পোস্ট এমন সময়ে আসে, যখন কয়েক দিন ধরে রাজ্যের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা সংশোধিত ওয়াক্ফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী মমতা সব ধর্মের মানুষকে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছে, তারা সমাজের ক্ষতি করছে।’
এই আইনটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রণীত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’
নতুন এই আইন নিয়ে গতকাল পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি, পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়া হয় এবং রাস্তা অবরোধ করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমার আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘রাজ্য পুলিশ বিক্ষোভের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করবে না।’
রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য তৃণমূলের সরকারকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ‘সংখ্যালঘুদের তোষণ করার কারণে রাজ্য প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের দ্বারা সংঘটিত এই ধরনের ভাঙচুর পাঁচ মিনিটের মধ্যে দমন করা হবে।’
সংশোধিত ওয়াক্ফ আইন সংশোধনীর বিরুদ্ধে চলমান সহিংস বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তিনজন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় এই সহিংসতা শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, সংশোধিত ওয়াক্ফ আইন তাঁর রাজ্যে কার্যকর করা হবে না। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে মমতা বলেন, ‘এই আইন কেন্দ্র তৈরি করেছে। আপনারা কোনো কারণে এর বিরোধিতা করলে, কেন্দ্রের কাছেই এর উত্তর চাওয়া উচিত। আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে কার্যকর করা হবে না।’
মুখ্যমন্ত্রীর এই পোস্ট এমন সময়ে আসে, যখন কয়েক দিন ধরে রাজ্যের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা সংশোধিত ওয়াক্ফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী মমতা সব ধর্মের মানুষকে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছে, তারা সমাজের ক্ষতি করছে।’
এই আইনটি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রণীত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’
নতুন এই আইন নিয়ে গতকাল পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়ি, পুলিশ ভ্যান পুড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়া হয় এবং রাস্তা অবরোধ করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমার আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘রাজ্য পুলিশ বিক্ষোভের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করবে না।’
রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের পরিস্থিতির জন্য তৃণমূলের সরকারকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ‘সংখ্যালঘুদের তোষণ করার কারণে রাজ্য প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের দ্বারা সংঘটিত এই ধরনের ভাঙচুর পাঁচ মিনিটের মধ্যে দমন করা হবে।’
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
১৩ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৩৯ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
১ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে