Ajker Patrika

‘জয় শ্রীরাম’ স্লোগানের বিপরীতে নারীর ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে হট্টগোল

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৫
‘জয় শ্রীরাম’ স্লোগানের বিপরীতে নারীর ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে হট্টগোল

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় বহুল আলোচিত রামমন্দির উদ্বোধন হলো আজ সোমবার। এই উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়েই ছিল সাজ সাজ রব। অযোধ্যা ছাড়াও ভারতের বিভিন্ন শহর মুখর হয় সনাতন ধর্মাবলম্বীদের ‘জয় শ্রীরাম’ স্লোগানে। কর্ণাটকের শিভামগ্গা শহরও এর ব্যতিক্রম ছিল না। তবে সেখানেই ঘটে গেল এক ব্যতিক্রম ঘটনা। রাস্তায় এক দল মানুষ জয় শ্রীরাম স্লোগান দিলে এর বিপরীতে পাশ থেকেই এক নারী উচ্চ স্বরে বলে উঠলেন, ‘আল্লাহু আকবার’। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সাময়িক উত্তেজনারও সূত্রপাত হয়। 

এ বিষয়ে দ্য হিন্দুসহ ভারতীয় একাধিক পত্রিকার বরাতে জানা গেছে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে শিভামগ্গা শহরের জনপ্রিয় একটি স্থানে প্রাসাদ তৈরি করছিলেন কিছুসংখ্যক সনাতন ধর্মাবলম্বী। সেখানেই সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে যাওয়ার সময় ছবি তোলার জন্য থামেন বোরকা পরা এক নারী। কিন্তু তারা বাইক থেকে নামামাত্রই ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেয়, যারা জটলা পাকিয়ে প্রসাদ তৈরি করছিলেন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তান কোলে ওই নারীও চিৎকার করে ওঠেন, ‘আল্লাহু আকবার’। 

এই অবস্থায় ঘটনাস্থলে ওই নারী ও জয় শ্রীরাম স্লোগানধারীদের মধ্যে কিছুটা হট্টগোলের সৃষ্টি হলে সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং উত্তেজিত মানুষদের মাঝখান থেকে ওই নারীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। 

রামভক্তদের অভিযোগ, ওই নারী ইচ্ছা করেই তাঁদের জটলার কাছে এসেছিলেন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। তবে ওই নারীকে মানসিকভাবে কিছুটা ‘অস্থিতিশীল’ বলে দাবি করেছেন তাঁর বাবা। এ জন্য কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছে বলেও জানান তিনি। 

শিভামগ্গা জেলার পুলিশ সুপার মিথুন কুমার দ্য হিন্দুকে জানিয়েছেন, বাবার দাবি সত্যি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা মেডিকেল চিকিৎসাপত্রগুলো যাচাই করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত