Ajker Patrika

ভারতে ভূমিধসে ৩৬ জন নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭: ৫৪
ভারতে ভূমিধসে ৩৬ জন নিহত

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ভূমিধসে ভারতে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গাদ জেলায় এ ঘনটা ঘটেছে। দুর্ঘটনায় অনেকে নিখোঁজ থাকায় এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির দমকলবাহিনী।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে নাকাল অবস্থায় আছে ভারতের বেশ কয়েকটি রাজ্য। এরই মধ্যে মহারাষ্ট্রে টানা তিন দিনের বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। ফলে ভয়াবহ ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে দেশটির বিভিন্ন জায়গা থেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রায়গাদ জেলা থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হেলিকপ্টারেও উদ্ধার কাজ চালাচ্ছে দেশটির দমকলবাহিনী।

গতকাল বৃহস্পতিবার তিন জায়গায় ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে। এরই মধ্যে এক জায়গা থেকে ৩২ জনের মরদেহ পাওয়া গেছে। বাকিদের মরদেহ অন্য জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।

বন্যা ও ভূমিধসে যারা আটকা পড়েছে তাদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি দল এবং স্থানীয় ১২টি উদ্ধারকারী দল যোগ দিয়েছে।

মহারাষ্ট্রে গত ৪০ বছরের মধ্যে চলতি জুলাই মাসে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিপাত এবং করোনাভাইরাসের সংক্রমণের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।

অন্যদিকে ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত