ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।
কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।
তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।
গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে।
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।
কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।
তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।
গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১৮ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে