Ajker Patrika

নেপাল যাওয়ার পথে ভারতে ২ বাংলাদেশি গ্রেপ্তার

নেপাল যাওয়ার পথে ভারতে ২ বাংলাদেশি গ্রেপ্তার

ভারত-নেপাল সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের বারগাদওয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে, আজ বৃহস্পতিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) কমান্ড্যান্ট শংকর সিং বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার ২ বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত পেরিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করেছিলেন। 

শংকর সিং জানিয়েছেন, গ্রেপ্তার দুই বাংলাদেশির নাম—আহমেদ রুবেল এবং মোহাম্মদ খোকন। তাঁরা দুজন উত্তর প্রদেশে বারগাদওয়া সীমান্ত এলাকা হয়ে নেপালে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের স্থানীয় পুলিশের কাছের হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। 

এদিকে, গতকাল বুধবার আসামের করিমগঞ্জ জেলা থেকে পাঁচ বাংলাদেশিকে আটকের পর ফেরত পাঠানো হয়। রাজ্যের মুখমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে বলেছেন, আমাদের আসাম পুলিশের কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তে অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করতে সতর্ক রয়েছেন। 

টুইটে বিশ্ব শর্মা বলেন, ‘নিম্নলিখিত বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে এবং গভীর রাতে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাঁরা হলেন—আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি এবং আক্তার।’ আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর আসাম পুলিশ ৫০ জন অনুপ্রবেশকারীকে আটক করে ফেরত পাঠিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত