কলকাতা প্রতিনিধি
গ্রেপ্তার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন শিল্পমন্ত্রী। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অর্থের বিনিময়ে শিক্ষকের চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করছে। গতকাল শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে নামে তারা। ইডি বলছে, উদ্ধারকৃত বিপুল অর্থের সঙ্গে শিক্ষক নিয়োগের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে একই অভিযোগে অভিযান চলছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও।
ইডির একটি সূত্র জানিয়েছে, তল্লাশি অভিযান থেকে গতকাল শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আরেক সহযোগী মোনালিসা দাসের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে আবাসনের দলিলপত্র।
উল্লেখ্য, গত বছর দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথে গ্রহণের পরও গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন তাঁর বিরুদ্ধে নারদা গণমাধ্যমের স্টিং অপারেশনে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।
এদিকে, তৃণমূলের তরফ থেকে দলটির মন্ত্রী ও নেতাদের হয়রানির অভিযোগ তুলে প্রথমে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হলেও এখন তাঁরা দায়মুক্ত থাকতে মরিয়া। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কেউ অন্যায় করে থাকলে দায় তাঁর। দলের কোনো সম্পর্ক নেই।’
গ্রেপ্তার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন শিল্পমন্ত্রী। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অর্থের বিনিময়ে শিক্ষকের চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করছে। গতকাল শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানে নামে তারা। ইডি বলছে, উদ্ধারকৃত বিপুল অর্থের সঙ্গে শিক্ষক নিয়োগের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে একই অভিযোগে অভিযান চলছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও।
ইডির একটি সূত্র জানিয়েছে, তল্লাশি অভিযান থেকে গতকাল শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আরেক সহযোগী মোনালিসা দাসের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে আবাসনের দলিলপত্র।
উল্লেখ্য, গত বছর দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথে গ্রহণের পরও গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন তাঁর বিরুদ্ধে নারদা গণমাধ্যমের স্টিং অপারেশনে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।
এদিকে, তৃণমূলের তরফ থেকে দলটির মন্ত্রী ও নেতাদের হয়রানির অভিযোগ তুলে প্রথমে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হলেও এখন তাঁরা দায়মুক্ত থাকতে মরিয়া। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘কেউ অন্যায় করে থাকলে দায় তাঁর। দলের কোনো সম্পর্ক নেই।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে