Ajker Patrika

অফিসেই ভাতঘুমের সুযোগ দিচ্ছে এই কোম্পানি

আপডেট : ০৭ মে ২০২২, ২২: ০০
অফিসেই ভাতঘুমের সুযোগ দিচ্ছে এই কোম্পানি

দুপুরের খাবারের পর অফিসে কাজ করতে করতে অনেকেরই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। বিশ্বের প্রতিটি অফিসেই কর্মীদের প্রশ্ন করলে এমন অভিজ্ঞতার কথা শোনা যাবে। এ সমস্যার পাকাপাকি সমাধান করেছে ভারতের বেঙ্গালুরুর স্টার্ট আপ প্রতিষ্ঠান ওয়েকফিট সলিউশনস। সেখানে দুপুরের খাবারের পর কর্মীরা পাবেন ৩০ মিনিট ঘুমের সময়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গত বৃহস্পতিবার ওয়েকফিট সলিউশনসের পক্ষ থেকে একটি টুইট শেয়ার করা হয়েছে। যেখানে কর্মীদের ঘুমানোর কথা নিশ্চিত করা হয়েছে।

ভারতের বেঙ্গালুরুর স্টার্ট আপ প্রতিষ্ঠান ওয়েকফিট সলিউশনসের সহপ্রতিষ্ঠাতা চৈতন্য রামালিঙ্গেগৌড়া। সম্প্রতি মেইল করে তিনি কর্মীদের জানিয়েছেন, তাঁর স্টার্ট আপে ৩০ মিনিট ঘুমের সময় পাবেন সব কর্মী। বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে কর্মীদের ঘুমানোর সময়। এর নাম দেওয়া হয়েছে ‘অফিশিয়াল ন্যাপ টাইম’। থাকবে ন্যাপপডের ব্যবস্থা। সংস্থাটি ভবিষ্যতে শান্ত, অন্ধকার ঘরে সুন্দর ভাতঘুম দেওয়ার পরিবেশ তৈরিতেও মন দেবে বলে জানিয়েছে। যাতে ওই সময়ের পরিবেশ কর্মীদের ভালো ঘুমের উপযোগী রাখা যায়।

ওয়েকফিট সলিউশনসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই টুইট করেছেন। টুইটারে একজন লেখেন, ‘ভালো সিদ্ধান্ত।’ 

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞানী জেমস মাস এই ঘুমকে ‘পাওয়ার ন্যাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত