কলকাতা সংবাদদাতা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে আরও বিপাকে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার আবগারি দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এদিন ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি কেজরিওয়ালকে বিচারক কাবেরী বাওয়েজার আদালতে হাজির করে। সেখানেই আম আদমি পার্টি প্রধানের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ২২ মার্চ মামলার শুনানি চলাকালে অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠান বিশেষ বিচারক বাওয়েজা। আজ আদালতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ আরও ৪ দিন বাড়ানোর অনুরোধ জানায় ইডি। তবে ইডির কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করেন আদালত।
অরবিন্দ কেজরিওয়ালকে কড়া নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যায় ইডি। আদালতে প্রবেশর সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা করছেন, তা এই দেশের জন্য মোটেই ঠিক হচ্ছেন না।’
এ সময় আদালতে উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। এ ছাড়া, এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজ। এদিন আদালতে তিনটি বই ও ওষুধ নিয়ে যাওয়ার আবেদন জানান কেজরিওয়াল। বইগুলো হলো, রামায়ণ, ভগবদ্গীতা এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই। পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তিহারে কিছু নির্ধারিত ওষুধ নিয়ে যাওয়ারও আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশের ফলে আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগে আরও বিপাকে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল।
আজ সোমবার আবগারি দুর্নীতি মামলায় এই নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। এদিন ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি কেজরিওয়ালকে বিচারক কাবেরী বাওয়েজার আদালতে হাজির করে। সেখানেই আম আদমি পার্টি প্রধানের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ২২ মার্চ মামলার শুনানি চলাকালে অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠান বিশেষ বিচারক বাওয়েজা। আজ আদালতে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ আরও ৪ দিন বাড়ানোর অনুরোধ জানায় ইডি। তবে ইডির কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করেন আদালত।
অরবিন্দ কেজরিওয়ালকে কড়া নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে যায় ইডি। আদালতে প্রবেশর সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা করছেন, তা এই দেশের জন্য মোটেই ঠিক হচ্ছেন না।’
এ সময় আদালতে উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। এ ছাড়া, এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা ও সৌরভ ভরদ্বাজ। এদিন আদালতে তিনটি বই ও ওষুধ নিয়ে যাওয়ার আবেদন জানান কেজরিওয়াল। বইগুলো হলো, রামায়ণ, ভগবদ্গীতা এবং সাংবাদিক নীরজা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই। পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তিহারে কিছু নির্ধারিত ওষুধ নিয়ে যাওয়ারও আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
২ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৩ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে