কলকাতা প্রতিনিধি
ভারতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সিনিয়র আইনজীবী সৌরভ কৃপালের নাম ফের সুপারিশ করেছেন বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়াম। সুপারিশ মানলে সৌরভ কৃপালই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।
অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা সৌরভ নিজেই ঘোষণা দিয়েছেন তিনি সমকামী। তাঁর সঙ্গী বিদেশি। ইউরোপের বাসিন্দা। তাই এর আগে দুবার ভারত সরকার তাঁকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি।
টুইটারে নিজের প্রোফাইলে সৌরভ নিজেকে আইনজীবী, ভোজনরসিক, লেখক ছাড়াও একজন দুর্ঘটনাজনিত সমকামী অধিকার আন্দোলনের কর্মী (অ্যাক্সিডেন্টাল এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট) বলে পরিচয় দিয়েছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে সৌরভ ওকালতি করছেন। আইনজীবী হিসেবে তিনি বেশ সমাদৃত। তাঁর বাবা বি এন কৃপাল ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পদোন্নতি দিয়েছিলেন।
ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কলেজিয়াম এবার নতুন করে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে সৌরভের নাম সুপারিশ করল। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও তাঁর নাম সুপারিশ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা খারিজ করে জানিয়ে দেন সমকামিতা অপরাধ নয়। কিন্তু সৌরভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর বিদেশি সঙ্গী।
ভারতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সিনিয়র আইনজীবী সৌরভ কৃপালের নাম ফের সুপারিশ করেছেন বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়াম। সুপারিশ মানলে সৌরভ কৃপালই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।
অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা সৌরভ নিজেই ঘোষণা দিয়েছেন তিনি সমকামী। তাঁর সঙ্গী বিদেশি। ইউরোপের বাসিন্দা। তাই এর আগে দুবার ভারত সরকার তাঁকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি।
টুইটারে নিজের প্রোফাইলে সৌরভ নিজেকে আইনজীবী, ভোজনরসিক, লেখক ছাড়াও একজন দুর্ঘটনাজনিত সমকামী অধিকার আন্দোলনের কর্মী (অ্যাক্সিডেন্টাল এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট) বলে পরিচয় দিয়েছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে সৌরভ ওকালতি করছেন। আইনজীবী হিসেবে তিনি বেশ সমাদৃত। তাঁর বাবা বি এন কৃপাল ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পদোন্নতি দিয়েছিলেন।
ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কলেজিয়াম এবার নতুন করে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে সৌরভের নাম সুপারিশ করল। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও তাঁর নাম সুপারিশ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা খারিজ করে জানিয়ে দেন সমকামিতা অপরাধ নয়। কিন্তু সৌরভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর বিদেশি সঙ্গী।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৯ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১০ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১০ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১১ ঘণ্টা আগে