Ajker Patrika

ঠান্ডা মাথায় খুন করেছিল পুলিশ, ‘দিশা সংঘর্ষ’ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য

ঠান্ডা মাথায় খুন করেছিল পুলিশ, ‘দিশা সংঘর্ষ’ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য

দুই বছর আগে গোটা ভারত তোলপাড় ফেলা হায়দরাবাদের ‘দিশা সংঘর্ষকে’ ভুয়া সংঘর্ষ বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের শিরপুরকর কমিশন। দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের নভেম্বরে হায়দরাবাদের শামশাবাদে ২৬ বছরের এক পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতে। তার পরই গুলিবিদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। পুলিশের বক্তব্য ছিল, অভিযুক্তরা পালাতে গিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। তখন গুলিতে মৃত্যু হয় তাঁদের। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত শিরপুরকর কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দিনের সংঘর্ষ ছিল সম্পূর্ণ ভুয়া। খুনের সংকল্প নিয়ে পুলিশ যাঁদের ওপর গুলি চালিয়েছিল, সেই চারজনের মধ্যে তিনজনই ছিল অপ্রাপ্তবয়স্ক।

২০১৯ সালের ২৭ নভেম্বর ২৬ বছরের এক পশু চিকিৎসককে অপহরণ করা হয়। তার পর তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। ওই নারীর মরদেহ হায়দরাবাদের ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নির্জন জায়গায় পুড়িয়ে দেওয়া হয়। সেখান থেকেই তাঁর পোড়া দেহের অংশ উদ্ধার করে পুলিশ। তদন্তের পর মহম্মদ আরিফ, চিন্তাকুন্তা চেন্নাকেশভালু, জলু শিবা এবং জলু নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ দাবি করেছিল, সেখানেই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্তরা। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদেরই ওপরেই গুলি চালানোর দাবি করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, পাল্টা গুলিতে চারজনের মৃত্যু হয়।

পরে সুপ্রিম কোর্ট এই ঘটনায় তিন সদস্যের একটি কমিশন গঠন করে দেয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিরপুরকরের নেতৃত্বে তিন সদস্যের কমিশন তদন্ত করে আজ শুক্রবার প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে প্রতিবেদন জমা দেয়। কমিশন রিপোর্টে বলেছে, দোষী ১০ পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের মামলার রুজু করতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত