তীব্র বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের চার জেলাতেই বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে আক্রান্ত চার জেলায় স্কুল, কলেজ, ব্যাংক, ব্যক্তিগত ও সরকারি প্রতিষ্ঠানগুলো আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র বৃষ্টির কারণে রাজ্যের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাসি ও কন্যাকুমারী জেলায় সাধারণ জীবন বিঘ্নিত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, তুতিকোরিন জেলায় একজনের মৃত্যু হয়েছে। রাজ্যটি উদ্ধারকাজ ও উড়োজাহাজের মাধ্যমে খাবার সরবরাহের জন্য বিমানবাহিনীর সহায়তা চেয়েছে।
তুতিকোরিন জেলার থিরুচেন্দুর পৌরসভায় মাত্র ১৫ ঘণ্টায় ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে আর তিরুনেলভেলি জেলায় হয়েছে ২৬ সেন্টিমিটার। এ ছাড়া কন্যাকুমারীতে ১৭ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতে সৃষ্ট পরিস্থিতির কারণে আজ সোমবার ভারতে আক্রান্ত জেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পাপানাসাম, পেরুঞ্জানি ও পেচুপারাই বাঁধের পানি ছেড়ে দেওয়ায় তিরুনেলভেলি, তুতিকোরি ও কন্যাকুমারীতে হাঁটু থেকে কোমর সমান পানি জমা হয়েছে। থামারাপরানী নদী বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জেলা কালেক্টরদের বাধে পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কমোরিন এলাকায় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আজ ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। এ ছাড়া একজন সিনিয়র আমলাকে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলা পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করা হয়েছে। স্ট্যালিন জেলা কালেক্টরদের ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণকেন্দ্র ও নৌকা প্রস্তুত রাখার এবং প্রয়োজনে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিরুনেলভেলি ও তুতিকোরিন জেলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫০ সদস্যের দুটি দল এবং কন্যাকুমারী জেলায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল মোতায়েন করা হয়েছে। থুথুকুড়ি এবং পার্শ্ববর্তী শহর শ্রীভাইকুন্ডম এবং কায়ালপট্টিনামের মতো অঞ্চলগুলোর জন্য অতিরিক্ত নৌকা জড়ো করা হয়েছে। এসব জায়গা থেকে অন্তত ৭ হাজার ৫০০ মানুষকে সরিয়ে ৮৪টি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কমন অ্যালার্ট প্রোটোকলের মাধ্যমে ৬২ লাখ মানুষকে এসএমএসে সতর্কতা পাঠানো হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলেদের দৃঢ়ভাবে ৪০ থেকে ৫৫ কিলোমিটারের বাতাসের গতির মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইক্লোন মিগজাউমের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেনি চেন্নাই ও সংলগ্ন তিনটি জেলা। এখন তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বন্যার সৃষ্টি হয়েছে। চলতি মাসের ৩ ও ৪ তারিখে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানে সাইক্লোন মিগজাউম।
তুতিকোরিনগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তিরুনভেলিগামী ছেড়ে আসা মোট ১৭টি ট্রেন আংশিকভাবে বা পুরোপুরি বাতিল করা হয়েছে।
তীব্র বৃষ্টিতে ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের চার জেলাতেই বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে আক্রান্ত চার জেলায় স্কুল, কলেজ, ব্যাংক, ব্যক্তিগত ও সরকারি প্রতিষ্ঠানগুলো আজ সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র বৃষ্টির কারণে রাজ্যের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাসি ও কন্যাকুমারী জেলায় সাধারণ জীবন বিঘ্নিত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, তুতিকোরিন জেলায় একজনের মৃত্যু হয়েছে। রাজ্যটি উদ্ধারকাজ ও উড়োজাহাজের মাধ্যমে খাবার সরবরাহের জন্য বিমানবাহিনীর সহায়তা চেয়েছে।
তুতিকোরিন জেলার থিরুচেন্দুর পৌরসভায় মাত্র ১৫ ঘণ্টায় ৬০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে আর তিরুনেলভেলি জেলায় হয়েছে ২৬ সেন্টিমিটার। এ ছাড়া কন্যাকুমারীতে ১৭ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতে সৃষ্ট পরিস্থিতির কারণে আজ সোমবার ভারতে আক্রান্ত জেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
পাপানাসাম, পেরুঞ্জানি ও পেচুপারাই বাঁধের পানি ছেড়ে দেওয়ায় তিরুনেলভেলি, তুতিকোরি ও কন্যাকুমারীতে হাঁটু থেকে কোমর সমান পানি জমা হয়েছে। থামারাপরানী নদী বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জেলা কালেক্টরদের বাধে পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কমোরিন এলাকায় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আজ ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য মন্ত্রী এবং সিনিয়র আমলাদের মোতায়েন করেছেন। এ ছাড়া একজন সিনিয়র আমলাকে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলা পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করা হয়েছে। স্ট্যালিন জেলা কালেক্টরদের ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণকেন্দ্র ও নৌকা প্রস্তুত রাখার এবং প্রয়োজনে দ্রুত মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিরুনেলভেলি ও তুতিকোরিন জেলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫০ সদস্যের দুটি দল এবং কন্যাকুমারী জেলায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল মোতায়েন করা হয়েছে। থুথুকুড়ি এবং পার্শ্ববর্তী শহর শ্রীভাইকুন্ডম এবং কায়ালপট্টিনামের মতো অঞ্চলগুলোর জন্য অতিরিক্ত নৌকা জড়ো করা হয়েছে। এসব জায়গা থেকে অন্তত ৭ হাজার ৫০০ মানুষকে সরিয়ে ৮৪টি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কমন অ্যালার্ট প্রোটোকলের মাধ্যমে ৬২ লাখ মানুষকে এসএমএসে সতর্কতা পাঠানো হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলেদের দৃঢ়ভাবে ৪০ থেকে ৫৫ কিলোমিটারের বাতাসের গতির মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইক্লোন মিগজাউমের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা থেকে এখনো পুরোপুরি সেরে উঠেনি চেন্নাই ও সংলগ্ন তিনটি জেলা। এখন তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বন্যার সৃষ্টি হয়েছে। চলতি মাসের ৩ ও ৪ তারিখে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানে সাইক্লোন মিগজাউম।
তুতিকোরিনগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। তিরুনভেলিগামী ছেড়ে আসা মোট ১৭টি ট্রেন আংশিকভাবে বা পুরোপুরি বাতিল করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে