Ajker Patrika

ইন্ডিগো-এয়ার ইন্ডিয়ার ৩ বিমানে বিপত্তি, যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কলকাতা প্রতিনিধি  
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে বিমান পরিষেবায় একের পর এক বিপত্তি যেন যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ফের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। ইন্ডিগোর দিল্লি থেকে লেহগামী ফ্লাইটটি (6E2006) মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের জেরে ফিরতে বাধ্য হয় রাজধানী দিল্লিতে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এয়ারবাস A320-251N মডেলের বিমানটি সকাল সাড়ে ৬টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নির্ধারিত সময় অনুযায়ী লেহতে সকাল ৭টা ৫০ নাগাদ পৌঁছানোর কথা থাকলেও মাঝপথেই যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, সকল যাত্রী সুরক্ষিত আছেন।

এই ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে, কারণ মাত্র দুদিন আগেই (গত মঙ্গলবার সকালে) কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা হামলার হুমকি মেলে। সকাল ৯টা ২০ মিনিট নাগাদ একটি ফ্লাইট (6E2706) নিরাপত্তার কারণে জরুরি ভিত্তিতে নাগপুর বিমানবন্দরে অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে বিস্ফোরক দ্রব্য অনুসন্ধান করা হয়। তবে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ওই ফ্লাইটে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। নাগপুর পুলিশের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়।

শুধু ইন্ডিগো নয়, দেশের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও সম্প্রতি এক বিভ্রাটের সাক্ষী হয়েছে। গত সোমবার বিকেলে দিল্লি থেকে রাঁচিগামী (AI 9695) ফ্লাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বিকেল ৪টা ২৫ মিনিটে উড্ডয়নের পর কিছুক্ষণের মধ্যেই গোলযোগ ধরা পড়ে। শেষ পর্যন্ত বিমানটি দিল্লিতেই ফেরত পাঠানো হয়। বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা।

উল্লেখ্য, ১৩ জুন আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে গেছে, যাতে মোট ২৬৫ জন যাত্রী প্রাণ হারান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরপর একাধিক যান্ত্রিক ত্রুটি ও হুমকির ঘটনায় যাত্রী নিরাপত্তা, বিমান সংস্থাগুলোর প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং জরুরি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এখন পর্যন্ত প্রতিটি ঘটনার পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তবে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকলেও বিমান সংস্থাগুলো আশ্বাস দিচ্ছে, সমস্ত নিরাপত্তা প্রটোকল মেনেই তারা ব্যবস্থা নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত