Ajker Patrika

তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের দিকে তেলেঙ্গানার মেদাক জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, বিমানটি হায়দরাবাদের এয়ারফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন এবং তাঁরা দুজনই নিহত হয়েছেন।

বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘একটি পাইলাটাস পিসি ৭ এমকে-২ মডেলে প্রশিক্ষণ বিমান আজ সকালে হায়দরাবাদ বিমানবাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দুর্ঘটনার সম্মুখীন হয়।’ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীর দুঃখজনক যে, দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারের আমার সমবেদনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত