কলকাতা প্রতিনিধি
ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। ১৮২ সদস্যের বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। নির্বাচনের দিনও মোদির কথার বাণ থেকে রেহাই পায়নি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।
গুজরাট বিধানসভা নির্বাচনে ৭৮৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বিজেপি টানা সপ্তমবারের মতো গুজরাটে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। টানা ২৭ বছর ধরে বিজেপি শাসিত গুজরাটের ঘরের ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই রাজ্যের ভোট বিজেপির কাছে মর্যাদার লড়াই। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। পরে ৮ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল ও গুজরাটের নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচার করতে গিয়ে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।’
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুজরাটে ভোট প্রচারে গিয়ে রামায়ণে বর্ণিত রাবণের দশ মাথার সঙ্গে মোদীর ১০০ মাথা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে আজ মোদি পাল্টা মন্তব্য করেন, ‘ভগবান রামের ভক্তদের রাজ্যে এসে মল্লিকার্জুন তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।’ একই সঙ্গে কংগ্রেস নেতাদের ভাষার ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়নের নিরিখেই ভোট দেবে গুজরাটের মানুষ।
তবে কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার সংঘবদ্ধ জবাব দেবে। আম আদমি পার্টির দাবি, গুজরাটে তারাই সরকার গড়বে। কংগ্রেস অবশ্য আম আদমি পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করছে। তবে বিরোধী ভোট দুভাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বিজেপি।
ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। ১৮২ সদস্যের বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। নির্বাচনের দিনও মোদির কথার বাণ থেকে রেহাই পায়নি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।
গুজরাট বিধানসভা নির্বাচনে ৭৮৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বিজেপি টানা সপ্তমবারের মতো গুজরাটে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। টানা ২৭ বছর ধরে বিজেপি শাসিত গুজরাটের ঘরের ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই রাজ্যের ভোট বিজেপির কাছে মর্যাদার লড়াই। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। পরে ৮ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল ও গুজরাটের নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচার করতে গিয়ে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।’
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুজরাটে ভোট প্রচারে গিয়ে রামায়ণে বর্ণিত রাবণের দশ মাথার সঙ্গে মোদীর ১০০ মাথা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে আজ মোদি পাল্টা মন্তব্য করেন, ‘ভগবান রামের ভক্তদের রাজ্যে এসে মল্লিকার্জুন তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।’ একই সঙ্গে কংগ্রেস নেতাদের ভাষার ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়নের নিরিখেই ভোট দেবে গুজরাটের মানুষ।
তবে কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার সংঘবদ্ধ জবাব দেবে। আম আদমি পার্টির দাবি, গুজরাটে তারাই সরকার গড়বে। কংগ্রেস অবশ্য আম আদমি পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করছে। তবে বিরোধী ভোট দুভাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বিজেপি।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে