Ajker Patrika

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭: ১১
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি রুদ্রপ্রয়াগের গারুদ চট্টির কাছে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে তীর্থযাত্রীরা ছিলেন। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টার থেকে পাইলট ও ৬ তীর্থযাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ায় দূরের কিছু দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। 

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সি রবি শংকর বলেন, ‘সঠিক তদন্তের পর দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।’ 

অ্যাভিয়েশনের এক সূত্রে এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে আগুন ধরার আগে বিকট শব্দ হয়েছিল। 

ঘটনাস্থলের কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন ধরে যাওয়ায় হেলিকপ্টারটি থেকে ধোঁয়া বের হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। 

হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হেলিকপ্টার বিধ্বস্তের ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাইলট ও তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত