ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তাঁর সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) তিকারাম মিনাকে গুলি করে হত্যা করেন।
এরপর আর একটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। আরপিএফ সদস্য চেতন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।
সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।
পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
তবে আরপিএফ পশ্চিমের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা জানিয়েছেন, চেতন সিংহ উগ্র মেজাজের লোক ছিলেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তাঁর সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) তিকারাম মিনাকে গুলি করে হত্যা করেন।
এরপর আর একটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। আরপিএফ সদস্য চেতন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।
সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।
পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
তবে আরপিএফ পশ্চিমের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা জানিয়েছেন, চেতন সিংহ উগ্র মেজাজের লোক ছিলেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার তেরেংগানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জুমার নামাজে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। আর এ নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ঘোষণা করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (৮৬ হাজার টাকা)
১ ঘণ্টা আগেআলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁদের আলোচনা যতটা প্রীতিময় ছিল, বাস্তব সমাধানের দিক থেকে ততটাই শূন্য। কূটনৈতিক ভঙ্গিমা, পোশাক-পরিচ্ছদ ও সৌহার্দ্যপূর্ণ আবহে বৈঠক চ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভিয়েতনামের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় উইগ ও উইভ তৈরিতে ব্যবহৃত হেয়ার এক্সটেনশন ও আঠার দাম অনেক বেড়ে গেছে। কৃষ্ণাঙ্গ সৌন্দর্য পণ্যের বড় অংশই এই দুই দেশ থেকে আমদানি করা হয়।
৩ ঘণ্টা আগেভারত-চীন সম্পর্কের উন্নতির ধারায় নতুন মাত্রা যোগ হলো রেয়ার আর্থ তথা বিরল খনিজ নিয়ে। বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক ব্যাটারি, মহাকাশ থেকে শুরু করে বর্তমান বিশ্বে এ ধরনের খনিজ এখন অপরিহার্য উপাদান হয়ে দাঁড়িয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে, ভারতের বিরল খনিজের প্রয়োজন মেটাতে তারা পদক্ষেপ নেবে।
৩ ঘণ্টা আগে