অনলাইন ডেস্ক
ভারতে ফের ছড়িয়ে পড়ছে করোনোভাইরাস বা কোভিড-১৯ মহামারি। চলতি বছরের শুরু থেকে ৩০শে মে পর্যন্ত ২ হাজার ৭১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই সময়ে মারা গেছে অন্তত ২২ জন। ভারত সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে, গতকাল শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা ছিল ২ হাজার ১৯৯ জন। আজ শনিবার ৫১১ জন বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। সরকারি তথ্য অনুযায়ী, এই এক দিনে বিভিন্ন রাজ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
নতুন করে সংক্রমণের এই ধারায় এগিয়ে আছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালা। রাজ্যটিতে মোট ১ হাজার ১৪৭ জন কোভিডে আক্রান্ত। রাজ্যটিতে নতুন করে ২২৭টি সংক্রমণের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ৪২৪। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৫৬টি নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বা অন্য কোথাও চলে গেছেন। ১লা জানুয়ারি থেকে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৭০ জন। আর সর্বশেষ এক দিনে কেরালায় ৭২, দিল্লিতে ৭৭ এবং মহারাষ্ট্র ৩৪ জন রোগী সুস্থ হয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া ৭ জনের মধ্যে মহারাষ্ট্রেই দুজন। ৬৭ বছর বয়সী এক পুরুষ রোগীর এআরডিএস, বাম ফুসফুসের নিউমোনিয়া এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অন্যান্য অসুস্থতা ছিল। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মারা যাওয়া অপর ব্যক্তি ২১ বছর বয়সী পুরুষ। তিনি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন।
তামিলনাড়ুতে মারা যাওয়া ৬০ বছর বয়সী পুরুষের টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল। কর্ণাটকে মারা যাওয়া ৭০ বছর বয়সী পুরুষের তীব্র কার্ডিও-রেসপিরেটরি অ্যারেস্ট ছাড়াও বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। দিল্লিতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গুজরাটে একজনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। পাঞ্জাবে ৩৯ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন, যার হেপাটাইটিস-বি এবং তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম ছিল। কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত হলেও কোনো মৃত্যুর খবর রেকর্ড করা হয়নি। রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত্যুর পরিসংখ্যানের সমন্বয় সাধন প্রক্রিয়া এখনো চলছে।
আরও খবর পড়ুন:
ভারতে ফের ছড়িয়ে পড়ছে করোনোভাইরাস বা কোভিড-১৯ মহামারি। চলতি বছরের শুরু থেকে ৩০শে মে পর্যন্ত ২ হাজার ৭১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই সময়ে মারা গেছে অন্তত ২২ জন। ভারত সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে, গতকাল শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্ত লোকের সংখ্যা ছিল ২ হাজার ১৯৯ জন। আজ শনিবার ৫১১ জন বেড়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। সরকারি তথ্য অনুযায়ী, এই এক দিনে বিভিন্ন রাজ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ফলে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
নতুন করে সংক্রমণের এই ধারায় এগিয়ে আছে দক্ষিণ ভারতের রাজ্য কেরালা। রাজ্যটিতে মোট ১ হাজার ১৪৭ জন কোভিডে আক্রান্ত। রাজ্যটিতে নতুন করে ২২৭টি সংক্রমণের ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা ৪২৪। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৫৬টি নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বা অন্য কোথাও চলে গেছেন। ১লা জানুয়ারি থেকে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৭০ জন। আর সর্বশেষ এক দিনে কেরালায় ৭২, দিল্লিতে ৭৭ এবং মহারাষ্ট্র ৩৪ জন রোগী সুস্থ হয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া ৭ জনের মধ্যে মহারাষ্ট্রেই দুজন। ৬৭ বছর বয়সী এক পুরুষ রোগীর এআরডিএস, বাম ফুসফুসের নিউমোনিয়া এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অন্যান্য অসুস্থতা ছিল। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। মারা যাওয়া অপর ব্যক্তি ২১ বছর বয়সী পুরুষ। তিনি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন।
তামিলনাড়ুতে মারা যাওয়া ৬০ বছর বয়সী পুরুষের টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল। কর্ণাটকে মারা যাওয়া ৭০ বছর বয়সী পুরুষের তীব্র কার্ডিও-রেসপিরেটরি অ্যারেস্ট ছাড়াও বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। দিল্লিতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গুজরাটে একজনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। পাঞ্জাবে ৩৯ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন, যার হেপাটাইটিস-বি এবং তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম ছিল। কেরালায় সবচেয়ে বেশি আক্রান্ত হলেও কোনো মৃত্যুর খবর রেকর্ড করা হয়নি। রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত্যুর পরিসংখ্যানের সমন্বয় সাধন প্রক্রিয়া এখনো চলছে।
আরও খবর পড়ুন:
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
২৯ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
১ ঘণ্টা আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
১ ঘণ্টা আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে