কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যের (এমএসপি) বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না থাকায় ফের দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছেন কৃষকেরা। এর আগে, সরকার এমএসপি তালিকাভুক্ত ২৩টি কৃষি পণ্যের মধ্যে মাত্র পাঁচটি—তুলা, ডাল (৩ ধরনের) ও ভুট্টা—পণ্যের বিষয়ে পাঁচ বছরের চুক্তিভিত্তিক সুবিধা দিতে চেয়েছিল। কিন্তু কৃষকেরা তাতে সাড়া না দিয়ে ফের যাত্রা শুরু করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক নেতাদের দাবি ২৩টি পণ্যের মধ্যে মাত্র ৫ টিতে সুবিধা দিয়ে বাকি ১৮ টিকে উপেক্ষা করে যে প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে তার কোনো মানেই হয় না।
এর আগে, কৃষকদের দাবি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে চার দফায় আলোচনা হয়। কিন্তু কোনো আলোচনায় সফল হয়নি। অবশেষে কৃষক নেতাদের পূর্ব ঘোষণা অনুসারে আবারও লাখ খানেক কৃষক দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় গত তিন সপ্তাহ ধরে ডেরা গেঁড়েছিলেন কৃষকেরা।
সেখান থেকেই প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রীয় রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। কয়েক হাজার ট্রাক্টর নিয়ে রওনা হয়েছেন কৃষকেরা। তবে কৃষকদের ঠেকাতে রাস্তায় ব্যাপক শক্তি নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। বিভিন্ন পয়েন্টে কংক্রিট ব্লক, কাঁটাতারের বেড়া এবং রাস্তায় তারকাটা বিছিয়ে দেওয়া হয়েছে।
দিল্লির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি সংলগ্ন গাজীপুর, টিকরী, নয়ডা ও সিংগুসহ গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ এসব এলাকায় ১৪৪ ধারা জারি করে এক মাসের জন্য যেকোনো ধরনের জনসমাবেশ নিষেধাজ্ঞা করেছে। কৃষকদের দাবি, তাদের মিছিল হবে শান্তিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক এনডিটিভিকে বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার আবেদন করছি।
এর আগে, ফেব্রুয়ারির প্রথম দিকে নিজেদের বিভিন্ন দাবি নিয়ে আবারও মাঠে নামে কৃষকেরা। কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ঋণ মওকুফ, সব কৃষিপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধি, বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে সব মুক্ত বাণিজ্য চুক্তি ও অন্যান্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বোর্ডের বেসরকারীকরণ স্থগিত, কৃষিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও করপোরেটাইজেশন নিষিদ্ধ করা এবং কৃষকদের জন্য পেনশন চালু করা।
পরে গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হলেও তখনো আলোচনা ভেস্তে যায়। পরে কৃষকেরা দিল্লি চলো—আন্দোলনের ঘোষণা দেয়। তখন থেকেই কৃষক আন্দোলন ঠেকাতে ব্যাপক শক্তি নিয়ে মাঠে নামে পুলিশ। সে সময় কৃষকেরা জানিয়েছিলেন, তাঁরা তাদের সঙ্গে করে ৬ মাসের খাবার এবং ট্রাক্টর চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সঙ্গে করে এনেছেন।
কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যের (এমএসপি) বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না থাকায় ফের দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছেন কৃষকেরা। এর আগে, সরকার এমএসপি তালিকাভুক্ত ২৩টি কৃষি পণ্যের মধ্যে মাত্র পাঁচটি—তুলা, ডাল (৩ ধরনের) ও ভুট্টা—পণ্যের বিষয়ে পাঁচ বছরের চুক্তিভিত্তিক সুবিধা দিতে চেয়েছিল। কিন্তু কৃষকেরা তাতে সাড়া না দিয়ে ফের যাত্রা শুরু করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক নেতাদের দাবি ২৩টি পণ্যের মধ্যে মাত্র ৫ টিতে সুবিধা দিয়ে বাকি ১৮ টিকে উপেক্ষা করে যে প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে তার কোনো মানেই হয় না।
এর আগে, কৃষকদের দাবি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে চার দফায় আলোচনা হয়। কিন্তু কোনো আলোচনায় সফল হয়নি। অবশেষে কৃষক নেতাদের পূর্ব ঘোষণা অনুসারে আবারও লাখ খানেক কৃষক দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছেন। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভু এলাকায় গত তিন সপ্তাহ ধরে ডেরা গেঁড়েছিলেন কৃষকেরা।
সেখান থেকেই প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রীয় রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। কয়েক হাজার ট্রাক্টর নিয়ে রওনা হয়েছেন কৃষকেরা। তবে কৃষকদের ঠেকাতে রাস্তায় ব্যাপক শক্তি নিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। বিভিন্ন পয়েন্টে কংক্রিট ব্লক, কাঁটাতারের বেড়া এবং রাস্তায় তারকাটা বিছিয়ে দেওয়া হয়েছে।
দিল্লির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি সংলগ্ন গাজীপুর, টিকরী, নয়ডা ও সিংগুসহ গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পয়েন্টগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ এসব এলাকায় ১৪৪ ধারা জারি করে এক মাসের জন্য যেকোনো ধরনের জনসমাবেশ নিষেধাজ্ঞা করেছে। কৃষকদের দাবি, তাদের মিছিল হবে শান্তিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক এনডিটিভিকে বলেন, ‘আমরা সরকারের কাছে আমাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার আবেদন করছি।
এর আগে, ফেব্রুয়ারির প্রথম দিকে নিজেদের বিভিন্ন দাবি নিয়ে আবারও মাঠে নামে কৃষকেরা। কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—ঋণ মওকুফ, সব কৃষিপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধি, বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে সব মুক্ত বাণিজ্য চুক্তি ও অন্যান্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বোর্ডের বেসরকারীকরণ স্থগিত, কৃষিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও করপোরেটাইজেশন নিষিদ্ধ করা এবং কৃষকদের জন্য পেনশন চালু করা।
পরে গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হলেও তখনো আলোচনা ভেস্তে যায়। পরে কৃষকেরা দিল্লি চলো—আন্দোলনের ঘোষণা দেয়। তখন থেকেই কৃষক আন্দোলন ঠেকাতে ব্যাপক শক্তি নিয়ে মাঠে নামে পুলিশ। সে সময় কৃষকেরা জানিয়েছিলেন, তাঁরা তাদের সঙ্গে করে ৬ মাসের খাবার এবং ট্রাক্টর চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল সঙ্গে করে এনেছেন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে