দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।
দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে।
গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে।
গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন।
এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে।
গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১১ ঘণ্টা আগে