Ajker Patrika

ভাগ হচ্ছে ভারতের শত বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ 

আপডেট : ০১ মে ২০২৪, ১১: ৪২
ভাগ হচ্ছে ভারতের শত বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ 

দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারতের ১২৭ বছরের পুরোনো শিল্পগোষ্ঠী গোদরেজ। সাবান থেকে শুরু করে ঘর-সংসারের যাবতীয় পণ্য হয়ে রিয়েল এস্টেট ব্যবসার সব শাখায়ই পদচারণা আছে এই গোষ্ঠীর। সম্প্রতি প্রতিষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোদরেজের একাংশ যাবে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির গোদরেজের কাছে। অপর অংশের মালিকানা চলে যাবে আদি ও নাদিরের চাচাতো ভাইবোন জামশেদ ও স্মিতা গোদরেজের কাছে। 

গোদরেজ শিল্পগোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, আদি ও নাদির গোদরেজের নিয়ন্ত্রণে থাকবে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, যার আওতায় পাঁচটি শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি আছে। বিপরীতে জামশেদ ও স্মিতা পাচ্ছেন গোদরেজ অ্যান্ড বয়েস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিসহ একটি রিয়েল এস্টেট বিনিয়োগ ব্যাংক। এ ছাড়া মহারাষ্ট্রের মুম্বাইয়ে বেশ কিছু স্থাবর ভূসম্পত্তিও যাচ্ছে জামশেদ ও স্মিতার নিয়ন্ত্রণে। 

গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপ ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর—যা মহাকাশ, বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা, আসবাবপত্র এবং আইটি সফটওয়্যার খাত পর্যন্ত বিস্তৃত—চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন জামশেদ গোদরেজ। তাঁর বোন স্মিতার মেয়ে নিরিকা হোলকার দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক হিসেবে। এ ছাড়া, এ দুই ভাইবোন একটি ব্যাংকসহ মুম্বাইয়ে ৩ হাজার ৪০০ একর জমিরও মালিক হবেন। 

এদিকে গোদরেজ শিল্পগোষ্ঠীর—যার মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফ সায়েন্স—চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন নাদির গোদরেজ। তবে এই গোষ্ঠীর সিদ্ধান্ত গৃহীত হবে আদি ও নাদিরের পরিবারের সদস্যদের সম্মতিতে। 

গোদরেজের বিবৃতিতে বলা হয়েছে, আদির ছেলে পিরোজশা গোদরেজ গোদরেজ শিল্পগোষ্ঠীর নির্বাহী ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ২০২৬ সালের আগস্টে চেয়ারপারসন হিসেবে নাদিরের স্থলাভিষিক্ত হবেন। গোদরেজ পরিবার এই বিভক্তিকে গোদরেজের শেয়ার হোল্ডিংয়ের ‘মালিকানা পুনর্বিন্যাস’ হিসেবে আখ্যা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত