Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সদস্য নির্বাচিত সোনিয়া গান্ধী 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ০৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সদস্য নির্বাচিত সোনিয়া গান্ধী 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। রাজস্থানের একটি আসন থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। আজ মঙ্গলবার রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোনিয়া গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, সেই নির্বাচনের পর তিনি আর জাতীয় নির্বাচনে লড়বেন না। অবশ্য তার আগে তিনি পাঁচবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে রাজ্যসভায় এই প্রথম নির্বাচিত হলেন ৭৭ বছর বয়সী এই নেতা।

রাজ্যসভার এই নির্বাচনে রাজস্থান থেকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা চুনিলাল গারাসিয়া ও মদন রাঠোরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই দুজন ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা বাধায় নির্বাচিত হন। রাজস্থানে রাজ্যসভার মোট ১০টি আসন আছে। এর মধ্যে চূড়ান্ত ফলাফল শেষে কংগ্রেসের দখলে গেছে ৬টি এবং বিজেপির দখলে গেছে বাকি চারটি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সোনিয়া গান্ধী সম্ভবত আগামী লোকসভা নির্বাচনে তাঁর বহু দিনের আসন রায়বেরেলি থেকে আর লড়বেন না বরং এই আসনটি অন্য কাউকে দিয়ে দেবেন। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রিয়াঙ্কা গান্ধীকেই এই আসনে মনোনয়ন দেবে কংগ্রেস।

মূলত রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা মনমোহন সিং এবং বিজেপির নেতা ভূপেন্দ্র যাদবের মেয়াদ শেষ হবে আগামী ৩ এপ্রিল। আবার রাজ্যসভায় বিধায়ক নির্বাচিত হওয়ায় গত ডিসেম্বরে বিজেপি নেতা কিরোদি লাল মীনা রাজ্যসভা থেকে থেকে পদত্যাগ করলে তৃতীয় আসনটি শূন্য হয়। সেই তিন আসনেই নির্বাচন অনুষ্ঠিত হলো আজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত