Ajker Patrika

দিল্লিতে ‘মুসলিমবিরোধী’ স্লোগান, বিজেপি নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯: ৫৮
দিল্লিতে ‘মুসলিমবিরোধী’ স্লোগান, বিজেপি নেতাসহ গ্রেপ্তার ৫

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়সহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে  এমনটি বলা হয়েছে।

গত রোববার ভারতের সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থলের কাছে একটি বিক্ষোভ মিছিলে তোলা হয়েছে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক স্লোগান। বিক্ষোভে বলা হয়, ‘হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা’।  অর্থাৎ ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মামলা করেছিল দিল্লি পুলিশ। পরে পুলিশ ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। 

এর আগে অশ্বিনী উপাধ্যায় বলেছিলেন, ওই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না তিনি। বলেন, ‘হয়তো ৫-৬ জন স্লোগান দিতে থাকতে পারেন। কিন্তু তা একেবারেই উচিত হয়নি।’

ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মিছিল থেকে ‘রাম রাম’ স্লোগান তুলতে দেখা গিয়েছে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছ ধর্মগুরু সন্ত নরসিংহনন্দ সরস্বতীকে। এরা আগেও মুসলিমবিরোধী ‘বিদ্বেষমূলক’ বক্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত