Ajker Patrika

ভারতে রাতে জরুরি অবতরণ করল ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­
প্রিন্স অব ওয়েলস রণতরী থেকে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন। ছবি: সংগৃহীত
প্রিন্স অব ওয়েলস রণতরী থেকে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন। ছবি: সংগৃহীত

ভারতের কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটেনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআইয়ের তথ্যমতে, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে যুদ্ধবিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। একটি বিমানবাহী রণতরী থেকে সেটি উড্ডয়ন করেছিল। মূলত জ্বালানি স্বল্পতার কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, জ্বালানি স্বল্পতার কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান উড়োজাহাজটির পাইলট।

যুদ্ধবিমানটি নিরাপদ ও সুষ্ঠু অবতরণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে। কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই জ্বালানি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত