Ajker Patrika

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না ভারত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯: ৫৫
রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। কারণ, রাশিয়ার তেল ভারতের স্বার্থ সংরক্ষণ করে। আজ মঙ্গলবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের এমন অবস্থানের বিষয়ে দেশটি পশ্চিমা বিশ্বের তরফ থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে। এমনকি পশ্চিমা দেশগুলো ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল না কেনার জন্য অনুরোধও করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা করবে বলে জানানো হয়েছে ভারত সরকারের এক বিবৃতিতে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দিল্লি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সংলাপের মাধ্যমে সমাধান বের করার বিষয়ে আবারও জোরারোপ করেছে।

রাশিয়ার জ্বালানি কেনারা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘ভারত তেল ও গ্যাসের তৃতীয় বৃহত্তম ভোক্তা এবং যেখানে আয় (ভারতের) খুব বেশি নয়, তাই আমাদের সাশ্রয়ী মূল্যের উৎস সন্ধান করতে হবে। আর এ ক্ষেত্রে ভারত-রাশিয়া সম্পর্ক আমাদের স্বার্থ রক্ষা করে।’ এ সময় তিনি জ্বালানি তেল কেনার বিষয়টি চালিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত করে বলেন, ‘আমরা এটি এগিয়ে নিয়ে যাব।’

সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে বেশ উষ্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বশেষ গত সেপ্টেম্বরে সমরকন্দে মিলিত হয়েছিলেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ছাড়াও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত