কলকাতা প্রতিনিধি
কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।
বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।
ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’
মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’
কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে।
তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।
কলকাতা পৌরসভার নির্বাচনে পৌর করপোরেশনের ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১৩৪টিই শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। ৭২ শতাংশ ভোট পেয়েছে দলটি। বিজেপি জিতেছে তিনটিতে, সিপিএম জিতেছে দুটিতে, দুটিতে কংগ্রেস এবং তিনটিতে জয় পেয়েছে অন্যান্য দলের প্রার্থীরা।
বিজেপি অবশ্য নির্বাচনে ভরাডুবির জন্য শাসক দল তৃণমূলের সন্ত্রাস আর জাল ভোটকে দায়ী করেছে। বিজেপির অভিযোগ, গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।
ভোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। আর বিজেপি, সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’
মমতা ব্যানার্জি আরও বলেছেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। আগামী দিনেও কলকাতা সারা দেশকে পথ দেখাবে।’
কলকাতার সাবেক মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাত্র ছয় মাস আগে বিধানসভা নির্বাচনেও কলকাতা ও তার আশপাশের একটি বিধানসভাতেও জিততে পারেনি বিজেপি। হার নিশ্চিত বুঝেই তাঁরা কলকাতাবাসীর বদনাম করছে।
তৃণমূলের ত্রিপুরা পর্যবেক্ষক রাজীব ব্যানার্জির মতে, শুধু কলকাতায় নয়, গোটা দেশ থেকেই বিজেপির বিদায়ের সময় হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে সেই কাজই শুরু হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, বিজেপির সঙ্গে তৃণমূলের লোক দেখানো লড়াই চলছে। কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। তবে তৃণমূল সূত্রের খবর, মেয়র পদের দৌড়ে ফিরহাদ হাকিমই এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য, গত রোববার কলকাতা পৌর করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে