ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যৌন নির্যাতনের প্রতিবাদ করে চলেছেন নারী কুস্তিগিরেরা। এবার এই প্রতিবাদের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে নিজের দুটি পদক ফিরিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ নারী কুস্তিগির ভিনেশ ফোগাত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে পদকগুলো ফেরত দিতে চেয়েছিলেন ভিনেশ ফোগাত, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় গতকাল শনিবার তিনি দিল্লিতে পথের পাশে পদকগুলো ফেলে আসেন।
২০২০ সালে পাওয়া দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার খেলরত্ন এবং অর্জুনা পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা চলতি সপ্তাহেই দিয়েছিলেন ভিনেশ ফোগাত। দুটি পুরস্কারই সরকারি। নরেন্দ্র মোদির কাছে পুরস্কার ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা পুলিশইি বাধায় বাস্তবায়িত না হলে গতকাল দিল্লির ফুটপাতেই পদকগুলো ফেলে গেছেন তিনি। এ সময় এই ক্রীড়াবিদ বলেন, যখন কুস্তিগির ন্যায়বিচার পেতে লড়াই করছেন, তখন এ ধরনের সম্মান অর্থহীন।
দুবারের বিশ্বচ্যাম্পিয়নশিপের পদকজয়ী ভিনেশ ফোগাত বলে আসছেন যে, ডব্লিউএফআইয়ের সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অন্তত ১০ জন নারী কুস্তিগির তাঁকে বলেছিলেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী আইনপ্রণেতা ও রাজনীতিবিদ ব্রিজ ভূষণ সিং তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগগুলোর শুনানি চলছে আদালতে। ভিনেশ ফোগাত বলেন, ২০২১ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
গত মে মাসে আন্দোলনকারী কুস্তিগিরেরা অভিযোগ করেন, দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশের নিপীড়নের শিকার হন তাঁরা। চলতি মাসের শুরুর দিকে ব্রিজ ভূষণের এক ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট করায় আন্দোলনকারী কুস্তিগিরেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ব্রিজ ভূষণ সিংয়ের অনুগত ব্যক্তিকে ডব্লিউএফআইয়ের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ভারতের আরেক শীর্ষ নারী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তিনিও খেলা ছেড়ে দিচ্ছেন।
২৯ বছর বয়সী ভিনেশ ফোগাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জিতেছেন। ক্রীড়াক্ষেত্রে নারীদের প্রতি যৌনতাবাদী দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচক এই অ্যাথলেট ২০২১ সালে বিবিসিকে বলেছিলেন, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে সফল ক্যারিয়ার গঠনের পথে কীভাবে তিনি লিঙ্গবাদী মন্তব্যের সম্মুখীন হয়েছিলেন।
ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে বছরের পর বছর ধরে যৌন নির্যাতনের প্রতিবাদ করে চলেছেন নারী কুস্তিগিরেরা। এবার এই প্রতিবাদের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে নিজের দুটি পদক ফিরিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ নারী কুস্তিগির ভিনেশ ফোগাত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে পদকগুলো ফেরত দিতে চেয়েছিলেন ভিনেশ ফোগাত, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় গতকাল শনিবার তিনি দিল্লিতে পথের পাশে পদকগুলো ফেলে আসেন।
২০২০ সালে পাওয়া দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার খেলরত্ন এবং অর্জুনা পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা চলতি সপ্তাহেই দিয়েছিলেন ভিনেশ ফোগাত। দুটি পুরস্কারই সরকারি। নরেন্দ্র মোদির কাছে পুরস্কার ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা পুলিশইি বাধায় বাস্তবায়িত না হলে গতকাল দিল্লির ফুটপাতেই পদকগুলো ফেলে গেছেন তিনি। এ সময় এই ক্রীড়াবিদ বলেন, যখন কুস্তিগির ন্যায়বিচার পেতে লড়াই করছেন, তখন এ ধরনের সম্মান অর্থহীন।
দুবারের বিশ্বচ্যাম্পিয়নশিপের পদকজয়ী ভিনেশ ফোগাত বলে আসছেন যে, ডব্লিউএফআইয়ের সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অন্তত ১০ জন নারী কুস্তিগির তাঁকে বলেছিলেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী আইনপ্রণেতা ও রাজনীতিবিদ ব্রিজ ভূষণ সিং তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে আনা যৌন হয়রানি ও ভীতি প্রদর্শনের অভিযোগগুলোর শুনানি চলছে আদালতে। ভিনেশ ফোগাত বলেন, ২০২১ সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
গত মে মাসে আন্দোলনকারী কুস্তিগিরেরা অভিযোগ করেন, দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশের নিপীড়নের শিকার হন তাঁরা। চলতি মাসের শুরুর দিকে ব্রিজ ভূষণের এক ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট করায় আন্দোলনকারী কুস্তিগিরেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।
ব্রিজ ভূষণ সিংয়ের অনুগত ব্যক্তিকে ডব্লিউএফআইয়ের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ভারতের আরেক শীর্ষ নারী কুস্তিগির সাক্ষী মালিক বলেছেন, তিনিও খেলা ছেড়ে দিচ্ছেন।
২৯ বছর বয়সী ভিনেশ ফোগাত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জিতেছেন। ক্রীড়াক্ষেত্রে নারীদের প্রতি যৌনতাবাদী দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচক এই অ্যাথলেট ২০২১ সালে বিবিসিকে বলেছিলেন, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে সফল ক্যারিয়ার গঠনের পথে কীভাবে তিনি লিঙ্গবাদী মন্তব্যের সম্মুখীন হয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২৩ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে