Ajker Patrika

ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ৩ নৌসেনা নিহত

ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ৩ নৌসেনা নিহত

ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত হয়েছেন। তবে এতে জাহাজের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস রণবীরে অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে বিস্ফোরণে তিনজন নৌকর্মী গুরুতর আহত হন। পরে তাঁরা মারা গেছেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণটি ঘটে। অস্ত্র বা গোলাবারুদ থেকে এ বিস্ফোরণ ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে। কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

আইএনএস রণবীর ২০২১ সালের নভেম্বর থেকে ইস্টার্ন নেভাল কমান্ড থেকে উপকূলে মোতায়েন ছিল। শিগগিরই বেস পোর্টে এটির ফিরে আসার কথা ছিল। 

আইএনএস রণবীর, রণবীর শ্রেণির প্রথম ডেস্ট্রয়ার। ১৯৮৬ সালের ২১ এপ্রিল ভারতীয় নৌবাহিনীতে এটি কমিশন করা হয়। জাহাজগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি। রণবীর শ্রেণির জাহাজে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট এবং অ্যান্টি-সাবমেরিন সুরক্ষা ব্যবস্থা। 

বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার তাঁর কর্মজীবনের শুরুতে জাহাজটির নেতৃত্ব দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত