বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে ইঙ্গিত দিয়ে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ৫০০ বছর আগে মুঘল শাসক বাবরের এক সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে যা করেছিলেন, সেগুলোই আজ বাংলাদেশে যা ঘটছে। এসব ঘটনাবলি একই প্রকৃতির ও একই পরিকল্পনার অংশ। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের জন্য অপ্রাসঙ্গিক বলে ভুল করলে চলবে না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার রাম কথা পার্কে ৪৩ তম রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এই কথা বলেন। তিনি বলেন, ‘৫০০ বছর আগে বাবরের এক সেনাপতি অযোধ্যায় একটি কাজ করেছিলেন, সাম্ভালে একই ধরনের কাজ করেছিল, আর আজ বাংলাদেশে যা ঘটছে—এই তিনটির প্রকৃতি এবং ডিএনএ একই।’
তবে মুঘল সম্রাট বাবরের সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে কী করেছিলেন সে বিষয়ে কোনো তথ্যপ্রমাণ তিনি হাজির করেননি। সম্প্রতি সাম্ভালে একটি পুরোনো মসজিদ মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে আদালতের নির্দেশে সমীক্ষা করতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হন।
এ ছাড়া, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদও রাম মন্দির ধ্বংস করে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয় এবং বাবরি মসজিদ ভেঙে দেয় একদল উগ্রপন্থী হিন্দু। পরে আদালতের নির্দেশে সেই জায়গা রাম মন্দির নির্মাণ করার জন্য ছেড়ে দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের জন্য অন্য একটি জায়গা নির্ধারণ করা হয়।
ভারতের আইন অনুসারে, ১৯৪৭ সালের আগে তৈরি হওয়া কোনো ধর্মীয় স্থাপনা যেভাবে আছে সেখানেই সেভাবে থাকবে। তবে তারপরও বিষয়টি নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শোরগোল তৈরি হয়েছে। এমনকি দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগাহও একটি মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের তরফ থেকে।
সমাজে বিভাজন সৃষ্টিকারী শক্তিগুলোর ব্যাপারে সতর্ক করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী উপাদান সক্রিয় আছে, যারা নিরলসভাবে ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ করছে। তারা বিভেদ সৃষ্টি করতে, সংঘাত উসকে দিতে এবং সহিংসতা ছড়াতে চায়। যারা এই বিভেদ সৃষ্টি করে, তাদের অনেকেরই বিভিন্ন দেশে সম্পত্তি আছে এবং সংকটের সময় তারা পালিয়ে যাবে, অন্যদের কষ্ট ভোগ করতে রেখে যাবে।’
আদিত্যনাথ জনগণকে শ্রী রামচন্দ্রের ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভারত, শ্রেষ্ঠ ভারত ধারণা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শ্রী রামের ঐতিহ্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমাজে সম্প্রীতি তৈরি করেছে। অভ্যন্তরীণ বিভেদ ও সামাজিক ঘৃণা জাতিকে দুর্বল করেছে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলো জাতিভিত্তিক রাজনীতি ব্যবহার করে সমাজের ঐক্য ভাঙার চেষ্টা করছে।’
আদিত্যনাথ অযোধ্যাকে যুগ যুগ ধরে মানবতা ও সভ্যতার জন্য একটি প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করে বলেন, ‘অযোধ্যা হাজার বছরেরও বেশি সময় ধরে মানবতার জন্য প্রজ্ঞা ও কল্যাণের আলোকবর্তিকা হয়ে আছে। এটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে, যেখানে ঘৃণা ও সংঘাত নেই। অযোধ্যা এখন একটি বৈশ্বিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।’
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে ইঙ্গিত দিয়ে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ৫০০ বছর আগে মুঘল শাসক বাবরের এক সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে যা করেছিলেন, সেগুলোই আজ বাংলাদেশে যা ঘটছে। এসব ঘটনাবলি একই প্রকৃতির ও একই পরিকল্পনার অংশ। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের জন্য অপ্রাসঙ্গিক বলে ভুল করলে চলবে না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার রাম কথা পার্কে ৪৩ তম রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এই কথা বলেন। তিনি বলেন, ‘৫০০ বছর আগে বাবরের এক সেনাপতি অযোধ্যায় একটি কাজ করেছিলেন, সাম্ভালে একই ধরনের কাজ করেছিল, আর আজ বাংলাদেশে যা ঘটছে—এই তিনটির প্রকৃতি এবং ডিএনএ একই।’
তবে মুঘল সম্রাট বাবরের সেনাপতি অযোধ্যা ও সাম্ভালে কী করেছিলেন সে বিষয়ে কোনো তথ্যপ্রমাণ তিনি হাজির করেননি। সম্প্রতি সাম্ভালে একটি পুরোনো মসজিদ মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে আদালতের নির্দেশে সমীক্ষা করতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হন।
এ ছাড়া, অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদও রাম মন্দির ধ্বংস করে তৈরি করা হয়েছিল বলে দাবি করা হয় এবং বাবরি মসজিদ ভেঙে দেয় একদল উগ্রপন্থী হিন্দু। পরে আদালতের নির্দেশে সেই জায়গা রাম মন্দির নির্মাণ করার জন্য ছেড়ে দেওয়া হয় এবং মসজিদ নির্মাণের জন্য অন্য একটি জায়গা নির্ধারণ করা হয়।
ভারতের আইন অনুসারে, ১৯৪৭ সালের আগে তৈরি হওয়া কোনো ধর্মীয় স্থাপনা যেভাবে আছে সেখানেই সেভাবে থাকবে। তবে তারপরও বিষয়টি নিয়ে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শোরগোল তৈরি হয়েছে। এমনকি দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগাহও একটি মন্দিরের জায়গায় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের তরফ থেকে।
সমাজে বিভাজন সৃষ্টিকারী শক্তিগুলোর ব্যাপারে সতর্ক করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী উপাদান সক্রিয় আছে, যারা নিরলসভাবে ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ করছে। তারা বিভেদ সৃষ্টি করতে, সংঘাত উসকে দিতে এবং সহিংসতা ছড়াতে চায়। যারা এই বিভেদ সৃষ্টি করে, তাদের অনেকেরই বিভিন্ন দেশে সম্পত্তি আছে এবং সংকটের সময় তারা পালিয়ে যাবে, অন্যদের কষ্ট ভোগ করতে রেখে যাবে।’
আদিত্যনাথ জনগণকে শ্রী রামচন্দ্রের ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভারত, শ্রেষ্ঠ ভারত ধারণা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শ্রী রামের ঐতিহ্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমাজে সম্প্রীতি তৈরি করেছে। অভ্যন্তরীণ বিভেদ ও সামাজিক ঘৃণা জাতিকে দুর্বল করেছে। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলো জাতিভিত্তিক রাজনীতি ব্যবহার করে সমাজের ঐক্য ভাঙার চেষ্টা করছে।’
আদিত্যনাথ অযোধ্যাকে যুগ যুগ ধরে মানবতা ও সভ্যতার জন্য একটি প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করে বলেন, ‘অযোধ্যা হাজার বছরেরও বেশি সময় ধরে মানবতার জন্য প্রজ্ঞা ও কল্যাণের আলোকবর্তিকা হয়ে আছে। এটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে, যেখানে ঘৃণা ও সংঘাত নেই। অযোধ্যা এখন একটি বৈশ্বিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে