কলকাতা প্রতিনিধি
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় আড়াই বছর পর শ্রীনগর সফরে এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার তিন দিনের সফরে তিনি শ্রীনগরে এসে পৌঁছান।
শ্রীনগরে পৌঁছেই অমিত শাহ জঙ্গি হানায় নিহত পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদের নওগ্রামের বাড়িতে যান। গত ২২ জুন পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পারভেজের স্ত্রী ফতিমা আখতারের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। অমিত শাহের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, পুলিশ প্রধান দীলবাগ সিং প্রমুখ।
অমিত শাহ এরপর নিরাপত্তা বৈঠকে যোগ দেন। সেখানে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। অমিত শাহের সফর উপলক্ষে পুরো উপত্যকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর ৩২ জন নাগরিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গত বছর সংখ্যাটি ছিল ৪১। জঙ্গিদের সঙ্গে চলতি বছর নিরাপত্তা বাহিনীর ৬৩ বার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ১১৪ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। অতি সম্প্রতি ১৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন নয় সেনা জওয়ান।
জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সংস্থার কাছে উপত্যকায় সংঘর্ষ বন্ধ না হওয়ার কারণ জানতে চেয়েছেন। সন্ত্রাস বন্ধে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এদিন বিকেলে উপত্যকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সন্ধ্যায় তিনি শ্রীনগর থেকে শারজা প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবার উদ্বোধন করেন।
উল্লেখ্য, ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর উপত্যকায় ভারতের কেন্দ্রীয় শাসন চলছে। নগর ও গ্রামের ভোট হলেও বিধানসভার ভোট হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাশ্মীর অশান্তি বন্ধের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনও অমিত শাহের সফরের অন্যতম উদ্দেশ্য।
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় আড়াই বছর পর শ্রীনগর সফরে এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার তিন দিনের সফরে তিনি শ্রীনগরে এসে পৌঁছান।
শ্রীনগরে পৌঁছেই অমিত শাহ জঙ্গি হানায় নিহত পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদের নওগ্রামের বাড়িতে যান। গত ২২ জুন পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পারভেজের স্ত্রী ফতিমা আখতারের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। অমিত শাহের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, পুলিশ প্রধান দীলবাগ সিং প্রমুখ।
অমিত শাহ এরপর নিরাপত্তা বৈঠকে যোগ দেন। সেখানে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। অমিত শাহের সফর উপলক্ষে পুরো উপত্যকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর ৩২ জন নাগরিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গত বছর সংখ্যাটি ছিল ৪১। জঙ্গিদের সঙ্গে চলতি বছর নিরাপত্তা বাহিনীর ৬৩ বার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ১১৪ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। অতি সম্প্রতি ১৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন নয় সেনা জওয়ান।
জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সংস্থার কাছে উপত্যকায় সংঘর্ষ বন্ধ না হওয়ার কারণ জানতে চেয়েছেন। সন্ত্রাস বন্ধে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এদিন বিকেলে উপত্যকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সন্ধ্যায় তিনি শ্রীনগর থেকে শারজা প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবার উদ্বোধন করেন।
উল্লেখ্য, ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর উপত্যকায় ভারতের কেন্দ্রীয় শাসন চলছে। নগর ও গ্রামের ভোট হলেও বিধানসভার ভোট হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাশ্মীর অশান্তি বন্ধের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনও অমিত শাহের সফরের অন্যতম উদ্দেশ্য।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
১ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে