Ajker Patrika

কাশ্মীরে পৌঁছেই নিহত পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে অমিত শাহ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১: ৪৬
কাশ্মীরে পৌঁছেই নিহত পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে অমিত শাহ

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় আড়াই বছর পর শ্রীনগর সফরে এলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার তিন দিনের সফরে তিনি শ্রীনগরে এসে পৌঁছান। 

শ্রীনগরে পৌঁছেই অমিত শাহ জঙ্গি হানায় নিহত পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদের নওগ্রামের বাড়িতে যান। গত ২২ জুন পুলিশ ইন্সপেক্টর পারভেজ আহমেদ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নিহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পারভেজের স্ত্রী ফতিমা আখতারের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। অমিত শাহের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং, পুলিশ প্রধান দীলবাগ সিং প্রমুখ। 

অমিত শাহ এরপর নিরাপত্তা বৈঠকে যোগ দেন। সেখানে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। অমিত শাহের সফর উপলক্ষে পুরো উপত্যকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। 

সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর ৩২ জন নাগরিক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গত বছর সংখ্যাটি ছিল ৪১। জঙ্গিদের সঙ্গে চলতি বছর নিরাপত্তা বাহিনীর ৬৩ বার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ১১৪ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। অতি সম্প্রতি ১৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন নয় সেনা জওয়ান। 

জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সংস্থার কাছে উপত্যকায় সংঘর্ষ বন্ধ না হওয়ার কারণ জানতে চেয়েছেন। সন্ত্রাস বন্ধে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। এদিন বিকেলে উপত্যকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। সন্ধ্যায় তিনি শ্রীনগর থেকে শারজা প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবার উদ্বোধন করেন। 

উল্লেখ্য, ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর উপত্যকায় ভারতের কেন্দ্রীয় শাসন চলছে। নগর ও গ্রামের ভোট হলেও বিধানসভার ভোট হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাশ্মীর অশান্তি বন্ধের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনও অমিত শাহের সফরের অন্যতম উদ্দেশ্য।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত