Ajker Patrika

ভারতে পাহাড় ধসে ৯ পর্যটক নিহত

ভারতে পাহাড় ধসে ৯ পর্যটক নিহত

ভারতের উত্তরাঞ্চলে পাহাড় ধসে নয় পর্যটক নিহত হয়েছে। আজ রোববার দেশটির হিমাচল প্রদেশে এ ঘটনা ঘটেছে।

পাহাড় ধসের সময় বড় বড় পাথর এসে আঘাত করে পর্যটকদের গাড়িতে। এতে গাড়িতে থাকা নয় পর্যটক নিহত এবং তিনজন আহত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় এ পাহাড়ধস হয়। পাহাড় থেকে হঠাৎ করেই বড় বড় পাথর নেমে আসতে থাকে। পাথরের আঘাতে স্থানীয় একটি সেতুও ধসে পড়ে। রাস্তায় পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভেঙে যায় ভারী পাথরের আঘাতে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে পাহাড়ধসের যে ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে, তাতে দেখা গেছে, বড় বড় পাথরের আঘাতে রাস্তায় থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যেতে। এমনকি পাহাড়ের কাছে থাকা একটি হোটেলের জানালাতেও আঘাত করেছে দ্রুত গতিতে নেমে আসা পাথরখণ্ড। সংলগ্ন সেতুটিও ভেঙে গেছে পাথরের প্রবল আঘাতে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়ভাঙা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পর্যটকদের ওই দল রাজধানী দিল্লি থেকে চিটকুল টুরিস্ট ভিলেজে ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সতর্কতা আগে থেকেই জারি ছিল। তবে ঠিক কারণে এই পাহাড় ধস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত