Ajker Patrika

নারী বিচারককে আপত্তিকর শুভেচ্ছাবার্তা দিয়ে চার মাস জেল খাটলেন আইনজীবী

নারী বিচারককে আপত্তিকর শুভেচ্ছাবার্তা দিয়ে চার মাস জেল খাটলেন আইনজীবী

ইন্দোর: এক নারী বিচারককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরই আদালতে প্র্যাকটিস করা এক আইনজীবী। ই–মেইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটি মোটেও শালীন ছিল না।

এই এক এসএমএসের কারণেই তাঁকে যেতে হলো জেলে। দীর্ঘ চার মাস জেল খাটার পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। 

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের ঘটনা এটি। সম্প্রতি হাইকোর্টের ইন্দোর বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

বিজয় সিং যাদব নামে ওই আইনজীবীকে জামিন দেওয়ার সময় আদালত বলেন, এরপর যদি কখনো তিনি ওই নারী বিচারকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাঁকে বিরক্ত করেন তাহলে এই জামিন বাতিল হয়ে যাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ জুন বিজয় যাদবের দ্বিতীয় জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি চলাকালে বিচারপতি সুবোধ অভ্যাঙ্করের একক বেঞ্চ এই আদেশ দেন।

জেলা আদালতের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে রতলাম পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। অভিযোগে বলা হয়, ওই আইনজীবী গত ২৯ জানুয়ারি তাঁর অফিশিয়াল ইমেইল ঠিকানা থেকে ওই নারী বিচারকের কাছে জন্মদিনের অশ্লীল শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিচারকের ছবি ডাউনলোড করে গ্রিটিং কার্ড তৈরি করেছিলেন। গত ২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হাইকোর্ট আইনজীবী বিজয় যাদবের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। ওই আইনজীবী চার সন্তানের জনক হওয়া সত্ত্বেও ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত ছিলেন এবং তাঁর এই কাজটি নারী বিচারকের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল বলে উল্লেখ করেন বিচারপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত