Ajker Patrika

হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থোঁতা মুখ নিমেষে ভোঁতা

হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থোঁতা মুখ নিমেষে ভোঁতা

হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ৯০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন, কংগ্রেসের দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে আগেভাগেই উল্লাস শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, কংগ্রেস নয় রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভোট গণনার প্রথম দিকে বিজেপি বেশ খানিকটা পিছিয়ে ছিল, এগিয়ে ছিল কংগ্রেস। সকালে সাড়ে দশটার আগে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় ও কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভিন্ন চিত্র দেখা যায়। সে সময় বিজেপির কার্যালয় ছিল থমথমে, বিপরীতে কংগ্রেসের কার্যালয় ছিল উচ্ছ্বাসমুখর। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা নাটকীয়ভাবে পাল্টে যায়।

বিভিন্ন বুথফেরত জরিপে বলা হয়েছিল, হরিয়ানায় কংগ্রেস বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে দলটি আসনের বিচারে না জিতলেও ভোটের বিচারে ঠিকই জিতে গেছে। দলটি একা মোট কাস্ট হওয়া ভোটের ৪১ শতাংশ ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে ৩৯ দশমিক ১৬ শতাংশ ভোট।

দিনের শুরুতে কংগ্রেসের দিল্লি কার্যালয়ে পটকা ফাটানো, মিষ্টি-জিলাপি বিতরণ শুরু করেছিল নেতা-কর্মীরা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। কংগ্রেস কার্যালয় হয়ে পড়ে থমথমে এবং বিজেপির কার্যালয়ে শুরু হয় পটকা ফাটানো ও মিষ্টি বিতরণ উৎসব।

এর আগে, ২০১৯ সালের নির্বাচনে হরিয়ানায় বিজেপি ৪০টি আসন জিতেছিল এবং কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। তবে এবার বিজেপি এবং কংগ্রেস দুই দলই আগেরবারের চেয়ে বেশি আসন পেয়েছে। গতবার যেমন অন্যান্য দলগুলো দুই চারটি করে আসন পেলেও এবারে এই বড় দুই দলই বেশির ভাগ আস দখল করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত