Ajker Patrika

ইউক্রেনে রাশিয়ার হামলায় আরও ৩ জন নিহত, বাড়ছে উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনীয় ভবন। ছবি: এএফপি
রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনীয় ভবন। ছবি: এএফপি

যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যেই গেল কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্র। গত ১ জুন রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের নজিরবিহীন হামলার পর আরও চড়েছে উত্তেজনার পারদ। গত বৃহস্পতিবারের পর আজ শনিবার আবার ইউক্রেনের বড় হামলা চালাল রাশিয়া। এ হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। আহত হয়েছে আরও ২১ জন।

এপি জানিয়েছে, এ গুচ্ছ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। যেখানে ব্যবহৃত হয়েছে প্রাণঘাতী গ্লাইড বোমাও। হামলায় কমপক্ষে ১৮টি অ্যাপার্টমেন্ট ও ১৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের মেয়র। তিনি জানান, প্রায় অর্ধশত ড্রোন ও দুইটি ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনজুড়ে রুশ হামলার তীব্রতা আবারও বেড়ে যাওয়ায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।

গত ১ জুন রাশিয়ার ভূখণ্ডে এ যাবৎকালের সবচেয়ে দুঃসাহসিক অভিযান— অপারেশন স্পাইডার ওয়েব পরিচালনা করেছে ইউক্রেন। পূর্ব সাইবেরিয়ার ইরকুৎস্ক প্রদেশ থেকে রাশিয়ার সুদূর উত্তরে মুর্মাস্ক পর্যন্ত, ৪ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে এই আক্রমণে লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার চারটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪১টি রুশ বিমান, যার মধ্যে বিরল এবং অত্যন্ত ব্যয়বহুল এ-৫০ আর্লি-ওয়ার্নিং প্লেন (রাশিয়ার এওয়াকস সমতুল্য) এবং টু-২২ এম ৩ ও টু-৯৫ কৌশলগত বোমারু বিমানও রয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি— এই হামলায় রাশিয়ার যে পরিমাণ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তাতে ক্ষতি প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার।

এই হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা ও অন্যান্য বিষয় নিয়ে প্রায় ৭৫ মিনিট আলাপ হয় দুজনের। তবে, ফোনালাপে ইউক্রেনে হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়াকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা এবং উভয় পক্ষের আরও কয়েকটি হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই আলাপ থেকে তাৎক্ষণিক শান্তি আসবে, তা না। তিনি আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন খুব দৃঢ়ভাবে বলেছেন, বিমানঘাঁটিতে সাম্প্রতিক হামলার জবাব তাঁকে দিতেই হবে।’

আর এই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা পরই গত বৃহস্পতিবার ইউক্রেনের একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...