Ajker Patrika

স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১ 

স্পেনের নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১ 

স্পেনের মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময় অনুসারে, আজ রোববার ভোর ৪টার দিকে আতালায়ায় অবস্থিত তিয়েত্রে নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি।

স্পেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা এক্স প্ল্যাটফর্মে বলেন, ‘আতালায়ার নাইটক্লাবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত।’ মেয়র এ ঘটনায় শহরে তিনদিনের শোক ঘোষণা করেছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। তাঁরা সকাল ৮ টার দিকে ওই ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের ফুসফুসে আগুনের ধোঁয়া প্রবেশ করেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুরসিয়া শহর কর্তৃপক্ষ এ ঘটনায় হতহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত