Ajker Patrika

ইউক্রেনে প্রাণঘাতী নয় এমন অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩২
ইউক্রেনে প্রাণঘাতী নয় এমন অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াননোর আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেনের সেনাদের সাহায্য করতে অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া। তবে অস্ত্রগুলো প্রাণঘাতী নয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সিডনির এক গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্কট মরিসন এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, এই মুহূর্তে ইউক্রেনের জন্য যা করা সঠিক, অস্ট্রেলিয়া তা-ই করবে। অস্ট্রেলিয়া সরকার অব্যাহতভাবে ইউক্রেনের পাশে থাকবে।

এ ছাড়া ন্যাটা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর কথাও বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী সহায়তা যতটা সম্ভব পাঠানোর চেষ্টা করব।’

এর আগে ইউক্রেনকে সহায়তার জন্য দেড় হাজার আধুনিক অস্ত্র দেওয়ার কথা বলেছে জার্মানি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত