অনলাইন ডেস্ক
পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখল করে নিতে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখায় পোকরোভস্ক অঞ্চলটি সবচেয়ে উত্তপ্ত স্থান।
সিএনএন জানিয়েছে, প্রায় এক বছর ধরে রুশ বাহিনী একের পর এক আক্রমণ চালিয়েও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে। সৈন্য ও অস্ত্রে সংখ্যাগত সুবিধা থাকলেও দৃঢ় প্রতিরোধে শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে।
পোকরোভস্ক শহরটি দোনেৎস্ক অঞ্চলের অন্তর্গত। শহরটির অবস্থান গুরুত্বপূর্ণ রেল ও রসদ সরবরাহ পথে হওয়ায় এটি মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। কস্তিয়ানতিনিভকা, ক্রামাতোরস্ক এবং স্লোভিয়ানস্কের সঙ্গে যুক্ত হয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠেছে এই শহর।
যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় ৬০ হাজার মানুষ বাস করলেও এখন সংখ্যাটি অনেক কমে এসেছে। শহরের শেষ কার্যকর কোকিং কয়লাখনিটি এ বছর বন্ধ হয়ে যাওয়ার পর কর্মরতরাও এলাকা ছেড়ে যেতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা আইএসডব্লিউ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন এবং স্থলবাহিনীর প্রবল প্রতিরক্ষার কারণে সরাসরি আক্রমণের পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে রাশিয়া।
এদিকে দক্ষিণ কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলা ঠেকাতে গিয়ে রাশিয়াকে প্রায় ৬৩ হাজার সেনা এবং ৭ হাজার উত্তর কোরীয় সেনা পোকরোভস্ক থেকে সরিয়ে নিতে হয়। সিরস্কি বলেছেন, ‘এর ফলে আমরা প্রধান ফ্রন্টে শত্রুর চাপ কমিয়ে সৈন্য পুনর্বিন্যাস করতে সক্ষম হই।’
রাশিয়া এখন শহরটি ঘিরে দক্ষিণ ও উত্তর-পূর্ব দিক থেকে আগাতে চাইছে। আইএসডব্লিউ-এর তথ্য অনুযায়ী, রুশ বাহিনী বর্তমানে ছোট ছোট দলে মোটরসাইকেল, বাগি ও অল-টেরেইন যানবাহনে করে হামলা চালাচ্ছে।
সিরস্কি বলেন, ‘রাশিয়া শুধু সামরিকভাবে নয়, মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির জন্যও পোকরোভস্কে পতাকা গেড়ে বিজয়ের ঘোষণা দিতে চায়।’ এখনো পর্যন্ত রাশিয়া শহরটি দখল করতে পারেনি।
পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখল করে নিতে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখায় পোকরোভস্ক অঞ্চলটি সবচেয়ে উত্তপ্ত স্থান।
সিএনএন জানিয়েছে, প্রায় এক বছর ধরে রুশ বাহিনী একের পর এক আক্রমণ চালিয়েও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে। সৈন্য ও অস্ত্রে সংখ্যাগত সুবিধা থাকলেও দৃঢ় প্রতিরোধে শহরটি এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণেই রয়েছে।
পোকরোভস্ক শহরটি দোনেৎস্ক অঞ্চলের অন্তর্গত। শহরটির অবস্থান গুরুত্বপূর্ণ রেল ও রসদ সরবরাহ পথে হওয়ায় এটি মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। কস্তিয়ানতিনিভকা, ক্রামাতোরস্ক এবং স্লোভিয়ানস্কের সঙ্গে যুক্ত হয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠেছে এই শহর।
যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় ৬০ হাজার মানুষ বাস করলেও এখন সংখ্যাটি অনেক কমে এসেছে। শহরের শেষ কার্যকর কোকিং কয়লাখনিটি এ বছর বন্ধ হয়ে যাওয়ার পর কর্মরতরাও এলাকা ছেড়ে যেতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা আইএসডব্লিউ জানিয়েছে, ইউক্রেনের ড্রোন এবং স্থলবাহিনীর প্রবল প্রতিরক্ষার কারণে সরাসরি আক্রমণের পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছে রাশিয়া।
এদিকে দক্ষিণ কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলা ঠেকাতে গিয়ে রাশিয়াকে প্রায় ৬৩ হাজার সেনা এবং ৭ হাজার উত্তর কোরীয় সেনা পোকরোভস্ক থেকে সরিয়ে নিতে হয়। সিরস্কি বলেছেন, ‘এর ফলে আমরা প্রধান ফ্রন্টে শত্রুর চাপ কমিয়ে সৈন্য পুনর্বিন্যাস করতে সক্ষম হই।’
রাশিয়া এখন শহরটি ঘিরে দক্ষিণ ও উত্তর-পূর্ব দিক থেকে আগাতে চাইছে। আইএসডব্লিউ-এর তথ্য অনুযায়ী, রুশ বাহিনী বর্তমানে ছোট ছোট দলে মোটরসাইকেল, বাগি ও অল-টেরেইন যানবাহনে করে হামলা চালাচ্ছে।
সিরস্কি বলেন, ‘রাশিয়া শুধু সামরিকভাবে নয়, মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির জন্যও পোকরোভস্কে পতাকা গেড়ে বিজয়ের ঘোষণা দিতে চায়।’ এখনো পর্যন্ত রাশিয়া শহরটি দখল করতে পারেনি।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৪২ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
২ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে