Ajker Patrika

বিবিসির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ সংবাদমাধ্যমটির শতাধিক কর্মীর

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডয়েচ ভেলের পর এবার বিবিসির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমটিরই শতাধিক কর্মী এ অভিযোগ তুলেছে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি চিঠি লিখে বিবিসিকে এসব অভিযোগের ব্যাপারে জানিয়েছেন সংবাদমাধ্যমটির ১০৭ কর্মীসহ আরও তিন শ গণমাধ্যমকর্মী। যদিও বিবিসির কর্মীরা সবাই পরিচয় গোপন রেখেছেন, তবু এই চিঠি বেশ আলোড়ন তৈরি করেছে।

সম্প্রতি ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ নামের একটি প্রামাণ্যচিত্র না প্রচারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এই সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অ্যাজেন্ডা পরিচালিত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তারা। তাদের ভাষ্যমতে, গাজা সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে বিবিসির ফিলিস্তিনবিরোধী অবস্থান বেশ স্পষ্ট।

গাজা-ইসরায়েল সংঘাতে ব্রিটিশ সরকারের অবস্থান, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ এবং আইনি দায়িত্ব সম্পর্কে কোনো গভীর বিশ্লেষণ করতে বিবিসি চূড়ান্তভাবে ব্যর্থ বলেও অভিযোগ তুলছেন তারা। ওই চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যেসব প্রতিবেদন বিবিসি প্রকাশ করেছে তা বিবিসির সম্পাদকীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। গাজা ও পশ্চিম তীর ইস্যুতে বিবিসির কভারেজ এবং অন্যান্য বিশ্বাসযোগ্য উৎসের কভারেজে বিস্তর ফারাক। এবং এই তফাৎ এখন দর্শক-শ্রোতাদের কাছেও স্পষ্ট।’

চিঠিতে আরও অভিযোগ করা হয়, বিবিসির সম্পাদকীয় সিদ্ধান্তগুলো ক্রমশ বাস্তবতার সঙ্গে সংগতিহীন হয়ে পড়ছে। বিবিসির কর্মীরা বলছেন, ‘দর্শকদের সঠিক তথ্য দিতে নয়, বরং একটি রাজনৈতিক এজেন্ডার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’

বিবিসির যে সব কর্মী এই চিঠিতে সই করেছেন, তাঁরা সবাই নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয় গোপন রেখেছেন। তবে তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিনোদন জগতের কিছু পরিচিত মুখ, যাদের মধ্যে রয়েছেন অভিনেতা খালিদ আবদাল্লা এবং মিরিয়াম মারগোলিয়েস।

এদিকে, সম্প্রতি গ্লাসটনবারি ফেস্টিভ্যালে ইসরায়েলিবিরোধী স্লোগান সংবলিত র‍্যাপ গান সরাসরি সম্প্রচার করে ইসরায়েলপন্থিদের তোপে মুখে পড়েছে বিবিসি। সব মিলিয়ে গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দুপক্ষেরই রোষের মুখে পড়তে হচ্ছে সংবাদমাধ্যমটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

চীনের বেলুন সহ্য হয়নি, এখন যুক্তরাষ্ট্রের মাটিতে কাতারকে বিমানঘাঁটি দিচ্ছেন ট্রাম্প

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ট্রাইব্যুনালের পরোয়ানার পর লাপাত্তা মেজর জেনারেল কবীর, সন্ধানে তৎপরতা জানাল সেনাসদর

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত