প্রায় এক বছর হতে চলল বাবাকে নিয়ে বাড়ি ছেড়েছে ইউক্রেনের ৯ বছর বয়সী শিশু ইউরি নাপোরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় লিভিভ অঞ্চলের পথে পথে ঘুরে দেশাত্মবোধক গান গাইছে সে। আর গানের সঙ্গে কিবোর্ড বাজিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বাবা।
পিতা-পুত্রের উদ্দেশ্য হলো-অর্থ সংগ্রহ। গান শুনে শ্রোতাদের দেওয়া অর্থ দেশের জন্য লড়াই করা সেনাদের জন্য পাঠাচ্ছেন তাঁরা।
ইউক্রেনের প্রাভদা নিউজের বরাতে জানা গেছে, গত এক বছরেই ৬৭ হাজার ৬০০ ডলারের একটি বড় তহবিল গড়েছে ইউরি। ইউক্রেনের মুদ্রায় যা ২৫ লাখ রুবলের বেশি। আর বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ ৭০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, সংগৃহীত অর্থ দিয়ে যুদ্ধের সময় সেনাদের প্রয়োজন হতে পারে এমন খুঁটিনাটি নানা জিনিস ক্রয় করে সরবরাহ করছেন তারা।
ইউরির বিষয়ে লিভিভের সাম্বির শহরের এক কর্তাব্যক্তি বলেন, ‘তার বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই সে অনেক কিছু করে ফেলেছে। আজ আমাদের শহরেও গান গেয়েছে সে।’
জানা গেছে, সাম্বির শহরে পিতা-পুত্র কনসার্ট করে ৭০৩ ডলার সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এই সংগ্রহ পৌনে এক লাখ টাকারও বেশি।
ইউরি নাপোরার বেশির ভাগ গান যুদ্ধকে কেন্দ্র করে। তার বাবা বলেন, ‘একদিন ইউরি চেরনিহিভ শহরের এক লোকের গল্প শুনেছিল। ওই ব্যক্তি আমাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। আমার ছেলে তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই গান গেয়ে সেনাদের জন্য অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে।’
প্রায় এক বছর হতে চলল বাবাকে নিয়ে বাড়ি ছেড়েছে ইউক্রেনের ৯ বছর বয়সী শিশু ইউরি নাপোরা। দেশটির পশ্চিমাঞ্চলীয় লিভিভ অঞ্চলের পথে পথে ঘুরে দেশাত্মবোধক গান গাইছে সে। আর গানের সঙ্গে কিবোর্ড বাজিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন বাবা।
পিতা-পুত্রের উদ্দেশ্য হলো-অর্থ সংগ্রহ। গান শুনে শ্রোতাদের দেওয়া অর্থ দেশের জন্য লড়াই করা সেনাদের জন্য পাঠাচ্ছেন তাঁরা।
ইউক্রেনের প্রাভদা নিউজের বরাতে জানা গেছে, গত এক বছরেই ৬৭ হাজার ৬০০ ডলারের একটি বড় তহবিল গড়েছে ইউরি। ইউক্রেনের মুদ্রায় যা ২৫ লাখ রুবলের বেশি। আর বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ অর্থ ৭০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, সংগৃহীত অর্থ দিয়ে যুদ্ধের সময় সেনাদের প্রয়োজন হতে পারে এমন খুঁটিনাটি নানা জিনিস ক্রয় করে সরবরাহ করছেন তারা।
ইউরির বিষয়ে লিভিভের সাম্বির শহরের এক কর্তাব্যক্তি বলেন, ‘তার বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই সে অনেক কিছু করে ফেলেছে। আজ আমাদের শহরেও গান গেয়েছে সে।’
জানা গেছে, সাম্বির শহরে পিতা-পুত্র কনসার্ট করে ৭০৩ ডলার সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় এই সংগ্রহ পৌনে এক লাখ টাকারও বেশি।
ইউরি নাপোরার বেশির ভাগ গান যুদ্ধকে কেন্দ্র করে। তার বাবা বলেন, ‘একদিন ইউরি চেরনিহিভ শহরের এক লোকের গল্প শুনেছিল। ওই ব্যক্তি আমাদের সেনাবাহিনীকে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দান করেছিলেন। আমার ছেলে তাঁর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই গান গেয়ে সেনাদের জন্য অর্থ সংগ্রহের পথ বেছে নিয়েছে।’
বিশ্বের শীর্ষ গণহত্যা গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইএজিএস) ঘোষণা করেছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের সংজ্ঞা অনুযায়ী ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে তারা একটি প্রস্তাব পাস করেছে।
৭ ঘণ্টা আগেআফগানিস্তানে গত রোববার মধ্যরাতে ভূমিকম্প যখন আঘাত হানে, তখন ফরিদুল্লাহ ফাজলি কুনার নদীর তীরে আসাদাবাদে নিজের বাড়িতে গভীর ঘুমে ছিলেন। কম্পনে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি বলেন, ‘খুব শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, সঙ্গে খুব ভয়ংকর শব্দও হচ্ছিল। আমরা সকাল পর্যন্ত ঘুমাতে পারিনি।
৮ ঘণ্টা আগেযুক্তরাজ্যে এক অভূতপূর্ব হিরা কেলেঙ্কারির নায়ক ভাশি ডোমিঙ্গেজ। বিবিসি প্যানোরামার অনুসন্ধানে উঠে এসেছে, গহনার দোকানে কর্মচারীদেরই মিথ্যা ক্রেতা সাজিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতেন ভাশি। এই কৌশলে নতুন বিনিয়োগ টেনে আনা সম্ভব হলেও ব্যবসা ধসে পড়ে ২০২৩ সালে, ১৭ কোটি পাউন্ড (২ হাজার ৭৯৫ কোটি টাকারও বেশি
৮ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ায় একজনের পরিবার বা একা বসবাসকারী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক কোটির সীমা অতিক্রম করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মোট ২ কোটি ৪১ লাখ পরিবারের মধ্যে প্রায় ১ কোটি ১২ লাখই একজনের পরিবার।
১০ ঘণ্টা আগে