ঢাকা: যুক্তরাজ্যের চতুর্থ করোনা টিকা হিসেবে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা। গতকাল শুক্রবার দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এই অনুমোদন দিয়েছে।
এ নিয়ে যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইট বার্তায় বলেন, আমরা যখন সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিচ্ছি, তখন এক ডোজের ভ্যাকসিনটি ভাইরাস থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, “এটি যুক্তরাষ্ট্রের গণ টিকাপ্রয়োগ কর্মসূচির আরও একটি বড় হাতিয়ার। যা ইতিমধ্যে ১৩,০০০ এরও বেশি ব্রিটেনবাসীর জীবন বাঁচিয়েছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে চারটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন মানুষকে দিতে পারছি যা এই মারণ ভাইরাস থেকে রক্ষা করতে সহায়তা করছে।
ব্রিটিশ সরকার আশা করছে যে, এই এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মধ্যে ব্রিটিশ সরকার ২০ মিলিয়ন ডোজের অর্ডার করা হয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে। মার্কিন একটি পরীক্ষায় দেখা গিয়েছে, মাঝারি থেকে গুরুতর করোনারি সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ছয় কোটি ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে ফাইজার এবং অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন বেশি ব্যবহার করা হয়েছে।
ঢাকা: যুক্তরাজ্যের চতুর্থ করোনা টিকা হিসেবে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা। গতকাল শুক্রবার দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এই অনুমোদন দিয়েছে।
এ নিয়ে যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইট বার্তায় বলেন, আমরা যখন সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিচ্ছি, তখন এক ডোজের ভ্যাকসিনটি ভাইরাস থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, “এটি যুক্তরাষ্ট্রের গণ টিকাপ্রয়োগ কর্মসূচির আরও একটি বড় হাতিয়ার। যা ইতিমধ্যে ১৩,০০০ এরও বেশি ব্রিটেনবাসীর জীবন বাঁচিয়েছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে চারটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন মানুষকে দিতে পারছি যা এই মারণ ভাইরাস থেকে রক্ষা করতে সহায়তা করছে।
ব্রিটিশ সরকার আশা করছে যে, এই এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মধ্যে ব্রিটিশ সরকার ২০ মিলিয়ন ডোজের অর্ডার করা হয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে। মার্কিন একটি পরীক্ষায় দেখা গিয়েছে, মাঝারি থেকে গুরুতর করোনারি সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ছয় কোটি ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে ফাইজার এবং অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন বেশি ব্যবহার করা হয়েছে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতি হলে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ চালুর আলোচনা করছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি, ওয়াশিংটনে এমন একটি প্রস্তাবও সমর্থন পেয়েছে যেখানে বলা হয়েছে, টনি ব্লেয়ার নিজেই এই কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
৩৪ মিনিট আগেক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।
৩৫ মিনিট আগেএবার ট্রাম্পের রোষানলে পড়লেন মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। মিথ্যা তথ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগ গঠন করেছে ভার্জিনিয়ার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি।
৩ ঘণ্টা আগেওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে।’ এ সময় তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘মোদিজি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাঁকে বাংলাদেশে পাঠান। সীমাঞ্চলে আনুন, আমরা তাঁকে বাংলাদেশেই পৌঁছে দেব।’
৩ ঘণ্টা আগে