আজকের পত্রিকা ডেস্ক
স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে ফলস ফায়ার অ্যালার্ম বেজে উঠলে একটি উড়োজাহাজের উইং (ডানা) থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) রায়ানএয়ারের ম্যানচেস্টারগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন এ ঘটনা ঘটে।
কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্র থেকে চারটি অ্যাম্বুলেন্স, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মী ও সিভিল গার্ডের সদস্যরাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সময়, কিছুক্ষণের জন্য যাত্রীদের জরুরি নির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তখন কিছু যাত্রী নিজেদের সুরক্ষার কথা ভেবে সরাসরি উড়োজাহাজের ডানা থেকে মাটিতে লাফ দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীদের আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। জরুরি নির্গমন পথ না থাকায় তাঁরা ডানায় ওঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন।
আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, উইং থেকে লাফিয়ে পড়ে অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রায়ানএয়ার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪ জুলাই পালমা থেকে ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে ফলস ফায়ার অ্যালার্ম জ্বলে ওঠার কারণে উড্ডয়ন বন্ধ করতে হয়েছিল। কিছু যাত্রী ভয়ে উইং থেকে লাফ দেন। এতে ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকি যাত্রীদের নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয়।
ফ্রান্স ও সৌদি আরব আজ সোমবার ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সমর্থন জোগাড়ের লক্ষ্যে এক বহুজাতিক সম্মেলনের আয়োজন করছেন। অন্তত কয়েক ডজন দেশের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। আশা করা হচ্ছে, এদের মধ্যে বেশ কয়েকজন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। তবে এই পদক্ষেপের তীব্র...
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একদল নির্দিষ্ট আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই আরব কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম...
২৪ মিনিট আগেদ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জোগাতে বেশ কয়েকটি দেশকে নিয়ে একটি বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব ও ফ্রান্স। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবারই নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২ ঘণ্টা আগেএইচ-১বি ভিসা ফি এক লাখ ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রতি নতুন আবেদনকারীকে এই ফি দিতে হবে। পুরোনোদের বা ভিসা নবায়নে এই ফি লাগবে না।
২ ঘণ্টা আগে