ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের নাটকীয় উত্তেজনার মধ্যেই কিয়েভে সব সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিল ওয়াশিংটন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ট্রাম্পের অভিযোগ—শান্তি চান না ইউক্রেনের প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যত দিন না মার্কিন সংজ্ঞা অনুযায়ী সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনা করতে সম্মত হবে কিয়েভ, তত দিন বন্ধ থাকবে মার্কিন সহায়তা।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি শান্তির প্রতি আন্তরিক। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তা সাময়িকভাবে স্থগিত ও পর্যালোচনা করছি, যাতে এটি সমাধানে সহায়ক হয়।’
হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঠিক কী পরিমাণ সহায়তা এতে প্রভাবিত হবে বা এই স্থগিতাদেশ কত দিন স্থায়ী হবে—এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি হোয়াইট হাউস থেকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও এ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি।
একই বিষয়ে জানতে চেয়ে রয়টার্সের অনুরোধেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়। একইভাবে ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
চলতি বছরের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউক্রেন ইস্যুতে তাঁর অবস্থান নিয়ে ছিল সংশয়। বাইডেন প্রশাসনের যে ঢালাও সহায়তা ইউক্রেন পেয়েছে গত তিন বছর, ক্ষমতায় এসেই তাতে লাগাম টেনেছেন ট্রাম্প। প্রথমে বন্ধ করেছেন মানবিক সহায়তাসংক্রান্ত তহবিল। এবার হোয়াইট হাউসের বাগ্বিতণ্ডার পর স্থগিত করলেন সামরিক সহায়তা।
তবে একে ট্রাম্পের স্বার্থ হাসিলের একটি কৌশল হিসেবেই বর্ণনা করেছেন বিশ্লেষকেরা। অনেকেই বলছেন, জেলেনস্কিকে শিগগিরই খনিজ চুক্তিতে স্বাক্ষরে বাধ্য করতেই এই চাল চেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছেন ডেমোক্র্যাটরা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আকস্মিক এমন সিদ্ধান্তে অবাক হয়েছি। এই যুদ্ধে রাশিয়া যে আগ্রাসী আর ইউক্রেন ভুক্তভোগী তা একেবারেই সুস্পষ্ট।’
জো বাইডেন আরও বলেন, ‘অথচ আমরা এমনভাবে আচরণ করছি যেন পরিস্থিতি উল্টো। রাশিয়ার নির্লজ্জ, নির্মম ও নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং ইউক্রেনীয়দের মাতৃভূমি রক্ষা করতে যে সহায়তা দিয়ে আসা হচ্ছিল, তা এভাবে বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র, যা অবিশ্বাস্য!’
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে কিয়েভকে প্রায় ৬৯ বিলিয়ন ডলার বা ৬ হাজার ৯০০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধের নাটকীয় উত্তেজনার মধ্যেই কিয়েভে সব সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দিল ওয়াশিংটন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ট্রাম্পের অভিযোগ—শান্তি চান না ইউক্রেনের প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যত দিন না মার্কিন সংজ্ঞা অনুযায়ী সৎ উদ্দেশ্য নিয়ে শান্তি আলোচনা করতে সম্মত হবে কিয়েভ, তত দিন বন্ধ থাকবে মার্কিন সহায়তা।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি শান্তির প্রতি আন্তরিক। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমরা আমাদের সহায়তা সাময়িকভাবে স্থগিত ও পর্যালোচনা করছি, যাতে এটি সমাধানে সহায়ক হয়।’
হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঠিক কী পরিমাণ সহায়তা এতে প্রভাবিত হবে বা এই স্থগিতাদেশ কত দিন স্থায়ী হবে—এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি হোয়াইট হাউস থেকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও এ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি।
একই বিষয়ে জানতে চেয়ে রয়টার্সের অনুরোধেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়। একইভাবে ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
চলতি বছরের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউক্রেন ইস্যুতে তাঁর অবস্থান নিয়ে ছিল সংশয়। বাইডেন প্রশাসনের যে ঢালাও সহায়তা ইউক্রেন পেয়েছে গত তিন বছর, ক্ষমতায় এসেই তাতে লাগাম টেনেছেন ট্রাম্প। প্রথমে বন্ধ করেছেন মানবিক সহায়তাসংক্রান্ত তহবিল। এবার হোয়াইট হাউসের বাগ্বিতণ্ডার পর স্থগিত করলেন সামরিক সহায়তা।
তবে একে ট্রাম্পের স্বার্থ হাসিলের একটি কৌশল হিসেবেই বর্ণনা করেছেন বিশ্লেষকেরা। অনেকেই বলছেন, জেলেনস্কিকে শিগগিরই খনিজ চুক্তিতে স্বাক্ষরে বাধ্য করতেই এই চাল চেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করছেন ডেমোক্র্যাটরা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আকস্মিক এমন সিদ্ধান্তে অবাক হয়েছি। এই যুদ্ধে রাশিয়া যে আগ্রাসী আর ইউক্রেন ভুক্তভোগী তা একেবারেই সুস্পষ্ট।’
জো বাইডেন আরও বলেন, ‘অথচ আমরা এমনভাবে আচরণ করছি যেন পরিস্থিতি উল্টো। রাশিয়ার নির্লজ্জ, নির্মম ও নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং ইউক্রেনীয়দের মাতৃভূমি রক্ষা করতে যে সহায়তা দিয়ে আসা হচ্ছিল, তা এভাবে বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র, যা অবিশ্বাস্য!’
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে কিয়েভকে প্রায় ৬৯ বিলিয়ন ডলার বা ৬ হাজার ৯০০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৩৩ মিনিট আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
২ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৪ ঘণ্টা আগে