Ajker Patrika

ইইউ ভাঙতে বাজি ধরেছেন পুতিন: জোসেফ বোরেল

ইইউ ভাঙতে বাজি ধরেছেন পুতিন: জোসেফ বোরেল

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে যাবে বলে বাজি ধরেছেন পুতিন। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জোসেফ বোরেলের মতে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইউরোপের দেশগুলোর জনগণের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। এবং এরই সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউয়ের এই পররাষ্ট্রনীতি বিষয়ক সর্বোচ্চ এই কূটনীতিবিদ বলেন, ‘পুতিন ইউরোপীয়দের ক্লান্তি–দুশ্চিন্তা এবং ইউক্রেনকে সমর্থন দেওয়ার যে পরিণতি তা বহন করতে ইউরোপীয়দের যে অনীহা তা দেখতে পাচ্ছেন। তাই আমাদের যা করতে হবে তা হলো—এই অবস্থা আমাদের সহ্য করতে হবে এবং যাবতীয় ব্যয় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বণ্টন করতে হবে।

বোরেল এএফপিকে সতর্ক করে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকে একত্র রাখা একদিনের কাজ নয় বরং এটি প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এদিকে, আগামী সপ্তাহে জোসেপ বোরেল চেক রিপাবলিকের রাজধানী প্রাগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠক ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি উল্লেখযোগ্য ঐক্যবদ্ধ কূটনৈতিক অবস্থান। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো—যেগুলো আবার অধিকাংশই ন্যাটোভুক্ত—পুতিনের আশপাশের ব্যক্তিবর্গ এবং তেল রপ্তানিসহ দেশটির অর্থনীতির বিভিন্ন খাতকে লক্ষ্য করে একাধিক নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপে সম্মত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত