Ajker Patrika

৮৭ বার করোনার টিকা নেওয়ায় গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১: ৩১
৮৭ বার করোনার টিকা নেওয়ায় গ্রেপ্তার

জার্মানিতে ৮৭ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ফ্রি প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, টিকাবিরোধীরা ওই ব্যক্তিকে একের পর এক টিকা নেওয়ার জন্য অর্থ দিয়েছেন। এ জন্য তিনি এতবার টিকা নিয়েছেন। 

তবে ওই ব্যক্তির নাম না প্রকাশ করা হলেও প্রতিবেদনে জানানো হয়েছে তাঁর বয়স ৬১ বছর। তিনি জার্মানির স্যাক্সনি এবং কমপক্ষে ভিন্ন ভিন্ন আরও তিনটি প্রদেশ থেকে এসব টিকা নিয়েছেন। 

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রতিদিন তিনটি ভিন্ন টিকাকেন্দ্রে যেতেন। সেখানে তিনি তাঁর নাম ও জন্ম তারিখ বলে টিকা নিতেন। কিন্তু তিনি কখনো তাঁর স্বাস্থ্যবীমা কার্ড দেখাতেন না। এ জন্য তিনি এতবার টিকা নিতে পেরেছেন। কারণ স্বাস্থ্য বীমা কার্ডে টিকার পুরো তথ্য থাকে। 

ড্রেসডেন এলাকার একটি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ওই ব্যক্তি লিপজিগের একটি টিকাকেন্দ্রে প্রবেশ করেন, তখন টিকাকেন্দ্রের কর্মীরা পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

রেডক্রস বলছে, ওই ব্যক্তি প্রতিবার টিকা নিয়ে সেখানে আরেকজনের তথ্য দিয়ে তাঁকে সেই সনদ দিতেন। যারা টিকা নিতে আগ্রহী নন, তিনি নিজে টিকা নিয়ে অর্থের বিনিময়ে সেই সনদ অন্যদের দিতেন। এ জন্য রেড ক্রস ওই ব্যক্তির বিরুদ্ধে টিকার সনদ বিক্রির অভিযোগ এনেছে। এ ছাড়া স্যাক্সনি ও অন্যান্য রাজ্যে তাঁর এই অপরাধের তদন্ত চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত