Ajker Patrika

আফ্রিকার ৬ দেশে বিনামূল্যে খাদ্যশস্য পাঠাবে রাশিয়া, ঘোষণা পুতিনের 

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮: ৪১
আফ্রিকার ৬ দেশে বিনামূল্যে খাদ্যশস্য পাঠাবে রাশিয়া, ঘোষণা পুতিনের 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো আফ্রিকা মহাদেশের ৬টি দেশে বিনা মূল্যে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠাবে। আজ বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দুদিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সামিটের উদ্বোধনী ভাষণে এই ঘোষণা দেন পুতিন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এই খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। দেশগুলো হলো—বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।

পুতিন তাঁর ভাষণে বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যেই বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়ায় ২৫ থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে পারব।’ রাশিয়ার পক্ষ থেকে এমন এক সময়ে এই ঘোষণা দেওয়া হলো—যখন মস্কো নিজেদের ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছে। যার কারণে আফ্রিকার দেশগুলো খাদ্য সংকটের আশঙ্কায় ভুগছে।

সব মিলিয়ে সম্মেলনে আফ্রিকা মহাদেশের ১৭টি দেশ অংশ গ্রহণ করেছে। এই সম্মেলনে আফ্রিকান দেশগুলো সরকার বা রাষ্ট্রপ্রধানদের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাশিয়া-আফ্রিকা সামিট। এর আগে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে ২০১৯ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া-আফ্রিকা সামিট।

ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে কার্যত বিচ্ছিন্ন রাশিয়া তবে আফ্রিকার বেশ কয়েকটি দেশ এখনো পুতিনকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিষয়টির প্রতি আলোকপাত করে পুতিন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সঙ্গে আমাদের সহযোগিতা একটি নতুন স্তরে পৌঁছেছে। আমরা এটিকে আরও বিকাশ করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত