Ajker Patrika

ওদেসায় রুশ হামলায় নিহত বেড়ে ২১

ওদেসায় রুশ হামলায় নিহত বেড়ে ২১

ইউক্রেনে আক্রমণের পরিধি বৃদ্ধি করেছে রাশিয়া এবং এর মিত্র সশস্ত্র বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওদেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২১ জন। আহত হয়েছেন ৩৮ জন।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওদেসায় দুই দফায় হামলা চালায় রাশিয়া। প্রথমে একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ১৬ জন নিহত হন। পরে একটি হলিডে রিসোর্টে হামলা হয়। এতে নিহত হন পাঁচজন। 

স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘আমরা তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছি। যে হলিডে রিসোর্টে হামলা হয়েছে সেটির আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের গ্রামটি খুব শান্ত। আমরা কখনই ভাবিনি এমনটি হতে পারে।’ 

ওদেসার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেন, স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার পর স্থানীয় সময় শুক্রবার ভোরবেলা রুশ বাহিনী হামলা চালায়। 

এর আগে, গত ২৭ জুন ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রুশ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জন নিহত হন। 

এদিকে সাধারণ মানুষের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত