Ajker Patrika

মারিউপোলে ২২০০ বেসামরিক নাগরিক নিহত, দাবি ইউক্রেনের

আপডেট : ১৩ মার্চ ২০২২, ২২: ৪৩
মারিউপোলে ২২০০ বেসামরিক নাগরিক নিহত, দাবি ইউক্রেনের

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে রুশ হামলায় প্রায় ২ হাজার ২০০ লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। রোববার মারিউপোলের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার আক্রমণে শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটেছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মারিউপোলের কর্মকর্তারা জানিয়েছেন, ‘যেহেতু বহুল প্রতীক্ষিত “মানবিক করিডর” মারিউপোল এখনো অনেকটা দূরে রয়ে গেছে ফলে শহরটি কার্যত অবরুদ্ধ হয়ে আছে। বিগত ২৪ ঘণ্টায় ২২ বার বোমা হামলার শিকার হয়েছে।’ 

মারিউপোলের সিটি কাউন্সিল জানিয়েছে, ‘এখন পর্যন্ত মারিউপোলের ২ হাজার ১৮৭ জন বাসিন্দা রাশিয়ার আক্রমণে মারা গেছে। এর আগের ঘোষণা অনুসারে নিহতের সংখ্যা ছিল, প্রায় ১ হাজার ৬০০ জন। মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’ 

সিটি কাউন্সিল আরও জানিয়েছে, ‘মারিউপোলের পরিস্থিতি ক্রমাগত খুবই কঠিন হয়ে উঠছে। শহরে বিদ্যুৎ, পানি নেই। নেই কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা, দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাবার ও পানি।’ 

এ দিকে, মারিউপোল সিটি কাউন্সিল দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনী ও ‘বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া’রা ‘ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে’। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রোববার মারিউপোল স্টেট ইউনিভার্সিটির একটি অংশেও গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত