সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৪ সালের বাৎসরিক বৈঠক। বৈঠকে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা। পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ ব্যক্তিরাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের ফাঁকে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করেছেন।’
ম্যাথিউ মিলার আরও বলেছেন, ‘তাঁরা প্রেসিডেন্ট বিডেনের সাম্প্রতিক বৈশ্বিক শ্রমিক নির্দেশিকা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বব্যাপী শ্রম অধিকারের অগ্রগতি ও শ্রমের মান বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’
স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁরা বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতি প্রণয়নে শ্রমিকদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া, তাদের মূল সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং বিশ্বজুড়ে কর্মীদের ক্ষমতায়ন ও অধিকারকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অঙ্গীকারও নিশ্চিত করেছেন।’
গত সোমবার অর্থাৎ ১৫ জানুয়ারি শুরু হওয়া এই সম্মেলনে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সম্মেলন বিশ্বে বিদ্যমান সমস্যাগুলো কেবল নির্ণয়ই করবে না পাশাপাশি এসব সমস্যার সমাধানও দেবে এবারের সম্মেলন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইভেন্ট এডিটোরিয়াল বিভাগের প্রধান শেখ তানজীব ইসলাম বলেছেন, ‘বাড়তি কথার দোকান’ নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিরুদ্ধে যে অপবাদ রয়েছে তা ঘুচিয়ে আমরা এই সম্মেলনে বিশ্বের বড় বড় সমস্যাগুলোর সমাধান দিতে চাই।
সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৪ সালের বাৎসরিক বৈঠক। বৈঠকে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা। পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ ব্যক্তিরাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের ফাঁকে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করেছেন।’
ম্যাথিউ মিলার আরও বলেছেন, ‘তাঁরা প্রেসিডেন্ট বিডেনের সাম্প্রতিক বৈশ্বিক শ্রমিক নির্দেশিকা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বব্যাপী শ্রম অধিকারের অগ্রগতি ও শ্রমের মান বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’
স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁরা বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতি প্রণয়নে শ্রমিকদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া, তাদের মূল সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং বিশ্বজুড়ে কর্মীদের ক্ষমতায়ন ও অধিকারকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অঙ্গীকারও নিশ্চিত করেছেন।’
গত সোমবার অর্থাৎ ১৫ জানুয়ারি শুরু হওয়া এই সম্মেলনে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সম্মেলন বিশ্বে বিদ্যমান সমস্যাগুলো কেবল নির্ণয়ই করবে না পাশাপাশি এসব সমস্যার সমাধানও দেবে এবারের সম্মেলন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইভেন্ট এডিটোরিয়াল বিভাগের প্রধান শেখ তানজীব ইসলাম বলেছেন, ‘বাড়তি কথার দোকান’ নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিরুদ্ধে যে অপবাদ রয়েছে তা ঘুচিয়ে আমরা এই সম্মেলনে বিশ্বের বড় বড় সমস্যাগুলোর সমাধান দিতে চাই।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১ ঘণ্টা আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
১ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে