Ajker Patrika

এবার দিনিপ্রোরুদনের মেয়রকে অপহরণ করেছে রুশ বাহিনী

এবার দিনিপ্রোরুদনের মেয়রকে অপহরণ করেছে রুশ বাহিনী

ইউক্রেনের আরও একটি শহরের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের একজন আইন প্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো। তিনি তাঁর টুইটার পোস্টে লিখেছেন, রুশ সেনাবাহিনী পূর্ব-ইউক্রেনের শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে ‘অপহরণ’ করে নিয়ে গেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

লেসিয়া ভ্যাসিলেনকো আরও লিখেছেন, মেলিতোপোলের মেয়র এখনো জিম্মি অবস্থায় আছেন এবং রুশ সেনারা তাঁকে নির্যাতন করছে। স্থানীয় পর্যায়ে পুতুল শাসন প্রতিষ্ঠার জন্য রাশিয়ার এসব সন্ত্রাসী কৌশল। 

গতকাল রোববার ইউক্রেনের জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর অলেকজান্দার স্তারুক এক ফেসবুক পোস্টে লিখেছেন, আরও একজন মেয়রকে অপহরণ করা হয়েছে। এখানে যুদ্ধাপরাধ পদ্ধতিগত বিষয় হয়ে উঠেছে। 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিখেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়রকে আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি একটি টুইটে মেয়র ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি করেছেন। 

কুলেবা টুইটে লিখেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধীরা ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত আরও এক মেয়র ও দিনিপ্রোরুদনের প্রধান ইয়েভেন মাতভিয়েভকে অপহরণ করেছে। হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে। 

এর আগে ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদরোভকে অপহরণের পর তাঁর জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী। 

মেলিতোপোল থেকে উত্তরে ৮৫ কিলোমিটার দূরে দিনিপ্রোরুদনের অবস্থান। 

এদিকে রাজধানী কিয়েভের মেয়র ভিতালি কিলিৎসকো মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ সেনাদের হাতে পর পর দুজন মেয়র অপহৃত হওয়ার পর তিনি নিজে এখন অপহৃত হওয়ার আশঙ্কায় রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত