Ajker Patrika

ডলারের বিপরীতে রুবলের মান কমেছে ২৭ শতাংশ

ডলারের বিপরীতে রুবলের মান কমেছে ২৭ শতাংশ

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমারা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমেছে ২৭ শতাংশ। আজ সোমবার রুবলের মানের এই পতন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অফশোর ট্রেডিংয়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১১৪.৩৩ রুবল বেচাকেনা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক ব্যাংক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে কিছু রাশিয়ান ব্যাংককে বাদ দিয়েছে। এ ছাড়া তারা ব্যক্তিগতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে লক্ষ্যবস্তু করেছে। তা ছাড়া পশ্চিমারা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমস্ত লেনদেন নিষিদ্ধ করেছে। 

এদিকে জি-৭ ভুক্ত দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যদি ইউক্রেনে তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে পরবর্তীতে তারা আরও নিষেধাজ্ঞা দেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত