Ajker Patrika

কিয়েভে ফের রুশ বিমান হামলা

কিয়েভে ফের রুশ বিমান হামলা

এক মাসের বেশি সময় পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (৫ জুন) ভোরে কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার ভোরে একাধিক বিস্ফোরণের পর রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় কালো ধোঁয়া দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখল করার দাবির পর এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।

এর আগের দিন ইউক্রেনের কর্মকর্তারা পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখলের দাবি করেন। কর্মকর্তারা বলছেন, শনিবারের আগে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল সেভেরোদোনেৎস্কের ৭০ শতাংশ এলাকা। তবে পাল্টা আক্রমণে রুশ বাহিনী অনেকটা পিছু হটেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। তবে কিয়েভে হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর রাজধানীর দারনিৎস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় কালো ধোঁয়া দেখার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সেভেরোদোনেৎস্কের মেয়র ওলেক্সান্দর স্ট্রিউক রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘পরিস্থিতি উত্তেজনাকর, জটিল। খাদ্য, জ্বালানি ও ওষুধের ঘাটতি আছে। এর মধ্যেও আমাদের সেনারা শত্রুদের শহর থেকে বের করে দিতে সবকিছু করছে।’

অন্যদিকে সেভেরোদোনেৎস্কে নিজেদের সৈন্যদের অগ্রগতি অব্যাহত আছে বলে জানিয়েছে রুশ বাহিনী। তবে দুই পক্ষের কারও দাবিই যাচাই করা সম্ভব হয়নি।

পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের কিছু অংশ পুনর্দখল করার দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনে গত কয়েক মাসের রুশ আগ্রাসনে হাজারো মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত